নবান্ন।

নবান্ন (অক্টোবর ২০১৯)

আশরাফুল আলম
  • ৭৩
গিন্নি তুমি কতই ঘুমাও!?
উঠ তড়াতাড়ি।

মুয়াজ্জীন ঐ আজান দিল,
রাত নাই আর ভারি।

নামাজ পড়ে মাঠে যাবো,
চাষ করতে জমি।

পান্তা ভাতে মরিচ দাও,
এক্ষুনি আনি তুমি।

লাঙ্গল নিয়ে মাঠে গেলাম,
সাথে বলদ জোড়া।

দুপুর বেলা খাবার দিও,
সানকি খানি ভর।

মাঠে যেনো যায় ছেলে,
সাথে নিয়ে পান।

রোদে পোড়া শরীর আমার,
তবেই পাবে প্রান।

গিন্নি এবার মুচকি হেসে,
বলে ওগো স্বামী।

মাঠের কাজে তুমি যাবে,
ঘরের কাজে আমি।

সালাত শেষে গোবর ফেলে,
ভানতে হবে ধান।

তবেই তুমি খাবার পাবে,
না করো অভীমান।

ছায়ায় বসে খেয় তুমি,
দুপুরের খানা।

খাবার শেষে তাড়াহুড়া,
কঠোর ভাবে মানা।

বিকেল বেলা মাঠ হতে,
ফিরবে যকন নীড়ে।

দেখে যেনো মনে হবে,
ঘরে ফিরছে বীরে।

স্বামী এবার হেসে বলে,
নেয়ামত তুমি ঘরে।

দেখি তোমায় বারে বারে তবু,
পরান নাহি ভরে।

তোমার তরে খুশি আমি,
বলো কি নিবে?

হাতের চুড়ি, কানের দুল,
এনে তুমি দিবে।

কথা দিলাম খোদার দয়ায়,
ফসল ঘরে তুলে।

তোমার চাওয়া করব পুরন,
যাবো না যে ভুলে।

গোলা ভরা ধান পেয়ে,
মন হবে ধন্য।

মসজিদে সিন্নি দিয়ে,
তাই করব যে নবান্ন।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আশরাফুল আলম সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
এস জামান হুসাইন কথা দিলাম খোদার দয়ায়, ফসল ঘরে তুলে। তোমার চাওয়া করব পুরন, যাবো না যে ভুলে। ভাল লাগল। ভোট বন্ধ।
আশরাফুল আলম সবাইকে আন্তরিক ধন্যবাদ।
রাজু দাস অসাধারণ লেখনী
মোঃ মোখলেছুর রহমান ছোট্ট লাইনে বেশ মিষ্টি ছন্দ!
মাসুম পান্থ খুব সুন্দর নবান্ন উৎসব

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কবিতার বিষয় ছিল নবান্ন। আর শেষ লাইনে নবান্নের মাধ্যমে কবিতা শেষ করা হয়েছে।

১৯ ডিসেম্বর - ২০১৮ গল্প/কবিতা: ২৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪