বৃদ্ধাশ্রমের কোনে বশে এক মনে বিলাপ করিছে বিলাশ, সাথে লয়ে নাতি যে ছিলো তাঁর সাথী এখন হলো তার সাতাশা। পঁচিশটি বছর কেটে গেছে ওঁর বৃদ্ধাশ্রম করে সার, কত আঁখিজল হয়েছে বিফল হিসাব মেলেনি তার। হয়ে সাথী হারা যেন পাগল পারা ঝরিছে নয়ন অঝরে, বুকে লয়ে ব্যাথা সকরুণ কথা কহিছে ব্যাথিত অধরে। এতদিন পরে দাদুভাই তারে খুঁজিতে এসেছে হেতা, এটা ছিলো তাঁর সেরা উপহার ভুলে গেল সব ব্যাথা। আদরের নাতী দেখে দৃর্গতি কেঁদে ভাসাইছে বুক, বুকে লয়ে তারে কাঁদিছে অঝোরে মিলিছে কতনা সুখ। বিলাশ বলে তারে দাদুভাই মোরে এখনো রেখেছিস মনে? ভুলি ভুলি করে ভুলিতে না পেরে কেঁদে মোরি ক্ষণেক্ষণে। একষাট বছর পার হতে মোর সমন আসিলো ঘরে, এবার ফিরে যেতে হবে মোরে শেষ ঠিকানার তরে। কেবল দুবছর ছিলো বয়স তোর তুই ছিলি মোর সাথী, তোর বাপ ও মায় কেও বোঝেনাই কতো আদোরের নাতী। আমি কাঁদি নাই তোর ঠাকুমাই কেঁদেছিলো প্রাণ ভোরে, তোরে বুকে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে সারা দিনোমান ধরে। পরদিন ভোরে তাঁর হাত ধোরে এলাম এই ঠিকানায়, তোর দাদু ভা'র বৃদ্ধাশ্রম সার কোথা নাই আর ঠাঁই। তোর ঠাকুমায় মিথ্যে আশায় কেঁদে কাটাইতো রাতি, ছেলে বউ কবে দেখিতে আসিবে সঙ্গে আনিবে নাতী। আসার আশায় দিন কেটে যায় আশা হলো শেষে ক্ষীণ, কিছু দিন পরে তাঁহার অন্তরে বাঁজিলো মরণ বিণ। তোর মাতা পিতা আসিলোনা হেতা শুনিতে বুড়োর কান্না, নয়নের ধারা হলো দিশেহারা বহিলো প্রবল বন্যা। ভাবছিস দাদু এ বুঝি শুধু বৃদ্ধ পাগোল প্ৰমাধ, নহে নহে ওরে বৃদ্ধ দাদুর-এ করুন আর্তনাদ। কতদিন পরে দেখিলাম তোরে নয়ন জুড়ালো আজি, কিকরিস দাদু ? ডাক্তারী শুধু? চাকরী পাসনি বুঝি ? কাঁদছিস দাদা?কাঁদা কাটা সদা ভালো কাজ মোটে নয়, তোর বাপ্ কীরে আমার ব্যাপারে কোনো কিছু কভু কয়? বলবেই তো দাদু সেজে মোর শুধু বুকের রক্তে গড়া, গাছের ঝরা পাতা বৃদ্ধ পিতামাতা সবইতো সমাজ ছাড়া। কী দেখছিস ভাই? জ্বর আছে কি নাই? কিছু যাবে আসবে না, থাকে যদি জ্বর কদিনই বা আর ফিস তো দিতে পারবোনা। টাকা খরচ করে ডাক্তারি পড়ে ফ্রী দেখা ভালো নয়, তোর মাতা পিতা সুনিলে এ-কথা গালী দেবে নিশ্চয়। বলিস গিয়ে ফিরে তোর বাপ্ মারে ভালোই আছি আমি হেথা, শুধু বারে বারে তোর ঠাকুমারে খুঁজে মোরি আমি বৃথা। সারা জীবন ধোরে বুঝিনাই ওরে কে আপন কেবা পর, আপন ছিলো যারা পর হলো তারা আপন হলো মোর পর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাজমুল হুসাইন
অনেক বড় কবিতা।ভালো লিখেছেন।আমার কবিতা পড়ার আমন্ত্রন রইলো।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
In this poem a old man is talking with his grand child, who is living in a oldage home for last 25 years, his 27 years old grand child first time visits him. this is a story of pain of a old man in the form of a poem
১৩ ডিসেম্বর - ২০১৮
গল্প/কবিতা:
১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।