হে উষ্ণ টিয়া প্রস্ফুটিত ফুল

ভয় (সেপ্টেম্বর ২০২২)

নাহিদ জাকী
  • 0
  • ৬৪
পিছনে রেখে এলাম গ্রীষ্মের ফুলের গন্ধ
উষ্ণ বাতাস, বনপাখিদের কিচিরমিচির
মৃত পাতার উপর পা ফেলার মর্মর ধ্বনি
গভীর সবুজ নিঃশ্বাস এবং ঘাসের সুবাস,
তোমার নাকের ডগায় ঘামের বিন্দু
কিংবা গোলাপি গালে রৌদ্রের গল্প।
ছাদহীন আকাশে আনমনে তাকিয়ে থাকা
আর হঠাৎ আবেগের বৃষ্টিতে ভিজে যাওয়া।
প্রবাহমান ছিল ভালো লাগার এক নদী।
শিরায় শিরায় ফাগুনের আগুন।

সেই একই নদী ভেদ করে গেছে ছলনার তরবারি।
চোখের কোণে গড়িয়ে পড়েছে অশ্রু।
বইয়ের শেষ পাতায় লুকিয়ে ছিলো ব্যথা।
আহা শূন্যতা! আহা আহাজারি!
বাতাসে বাতাসে হৃদয়-পোড়া গন্ধ।
খাঁচাগুলো খালি। ঢেউ এসে তছনছ করেছে বালি।
সাধের সব টিয়া দিয়েছে উড়াল।
দিনশেষে সবচেয়ে সত্য গহীন গুহার মত শূন্যতা।
ঘড়ির নির্জন শব্দও যেনো পশুর গর্জন।
যেদিকে তাকাই, আশাহীন মরীচিকা, ক্ষতবিক্ষত অর্জন।
মরুভূমিতে পানি খোঁজে খোঁজে পথিক হয়রান।
যদিও সূর্য জ্বলে, আলো আমার গুহায় আসেনা।
যদিও বাতাস বয়, আমি কেনো অনুভব করি না!
অন্তর এক শুকনো গভীর কূপ; রক্তাক্ত ছোপ ছোপ।
চারপাশে ছলনার ধ্বংসযজ্ঞ, নৌকার পাল ছেঁড়া। জীবন হারিয়েছে কোলাহল, মেঘে মেঘে চাঁদ ঘেরা।

কান স্পর্শ করে শেষ বিকেলের বাতাস।
গোলাপি গাল আর হাতগুলো এই ঠান্ডা বাতাসের মতো আত্মায় নিয়ে আসে অসাড়তা।
উষ্ণ টিয়া, প্রস্ফুটিত ফুল, তোমাদের নাম
ধরে আর ডাকবোনা।
সুন্দর সকালে ডানা মেলে আর উড়বো না।
তোমাদের দেখাবোনা চোখের জল।

রাত ঘনিয়ে আসে, ঘনিয়ে আসে শূণ্যতা।
ঢেউ আছড়ে পড়ে পাথরে, এলো বুঝি যাওয়ার সময়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জয় শর্মা (আকিঞ্চন) অনবদ্য ❤️
ভালো লাগেনি ১৫ সেপ্টেম্বর, ২০২২
অনেক ধন্যবাদ!
ভালো লাগেনি ৬ ফেব্রুয়ারী, ২০২৩
ফয়জুল মহী অনেক ভালো লাগলো। চমৎকার লিখেছেন কবি।
ভালো লাগেনি ৪ সেপ্টেম্বর, ২০২২
ধন্যবাদ ভাই
ভালো লাগেনি ৭ সেপ্টেম্বর, ২০২২

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

শূন্যতার শব্দমালা। ব্যথার প্রতিধ্বনি।

২২ আগষ্ট - ২০১৮ গল্প/কবিতা: ৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪