তোমার সাথেই যত কথা, ও নদী!

ভৌতিক (ডিসেম্বর ২০১৮)

নাহিদ জাকী
  • ৫৮
ও নদী যদি থামতে এখানে খানিক ক্ষণ,
উচাটন মনে রাখতে জল শীতল হাত!
হৃদয়ের তাঁতে নিরবধি মসলিন ক্ষরণ,
আলোর মিছিল নিয়ে গ্রেফতার প্রভাত।

ঘুম জাগানিয়া অত্যুজ্জ্বল ভোরই ত চাই,
অথচ সুরের সব কইতর ভয়ে চুপ বারান্দায়।
কী করে বুঝাই, কী নির্জন বোঝা বয়ে যাই;
বেহতর আবেগ সবেগে ভুল জলে সাঁতরায়।

দেখো পাঁজরে খরার হাজার উপাত্ত;
গোধূলি বাতাসে মিশে কার দীর্ঘশ্বাস!
সুরম্য জীবনে একা মানব - এ সত্য।
জলের চঞ্চলতায় ডুবসাঁতারে হাঁস।

শিউলির বুকে শরৎ যদিও চমকায়,
ছাচিপানের ঘ্রাণেতে জোড়া পায়রা লাল;
ডর লাগেগো! মাঠের কুয়াশা ধমকায়,
দিনান্তে দিগন্ত হতে ফিরেনি রাখাল।

অনুর্বর জলস্রোতে ভাসা বিবর্ণ ঘরে
অভিমানি সভ্যতার কতখানি দাবি?
বাউলা মন ঘুরে মরা পিরিতের চরে;
হারায়েছে বধূ কবে বোধের নাকচাবি।

জ্বরের ঘোরে যৌবনও বুঝি বনে বনে;
দোটানার ভাঙচুরে অন্তর হাকালুকি।
ভয় পাওয়া বোধ উষ্ণতার সন্ধানে;
ঘুলঘুলির রোদে আন্ধা কবুতর পাখি।

তোমার সাথেই যত কথা, ও নদী!
ভয়ের বাতাসে মুছে গেছে পদচিহ্ন।
দাওয়ায় বসে গল্প কও পলিগন্ধী,
ফসলি হাওয়ায় আনো ফের নবান্ন!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী আর হ্যাঁ, সমালেচনা সবার জন্য নয়। সমালোচনা করার আগে সেরা পাঠক হতে হয়৷ ভালো জ্ঞানী হতে হয়, সাহিত্য সমালোচনা করার ক্ষেত্রে সাহিত্যের প্রতিটি সম্পর্কে জানতে হয়। তারপরে সমালোচনা করতে হয়। যারা লেখার ভাব বুৃঝে না, গভীরতা বুঝে না, তাদের সমালোচনা মানায় না। আপনার পাতায় এমনি একজন দেখা যাচ্ছে....। আমার মনে হয় এসব আবোল তাবোল মন্তব্য পাতায় না রাখাই ভালো।।
মোঃ নুরেআলম সিদ্দিকী ডর লাগেগো! মাঠে কুয়াশা দমকায়। দিনান্তে দিগন্ত হতে ফিরেনি রাখাল। চামৎকার একটা ভাব নিয়ে এসেছেন দাদা। সুতরাং অসাধারণ।। শুভ কামনা নিরন্ত।।
ভালো লাগেনি ১৬ ডিসেম্বর, ২০১৮
আপনার জন্যও শুভকামনা
ভালো লাগেনি ১৬ ডিসেম্বর, ২০১৮
রঙ পেন্সিল খুব ভাল লাগলো। শুভকামনা অনেক
অনেক ধন্যবাদ।
ভালো লাগেনি ১৬ ডিসেম্বর, ২০১৮
আবু আরিছ ডর লাগেগো, মাঠের কুয়াশা ধমকায়! কারে ধমকায় ভাই, একটু মুল সুরের বাইরে চলে গেল না..
ভাই ভয়ের মধ্যে আছি। বলা যাবে না!
ভালো লাগেনি ১৬ ডিসেম্বর, ২০১৮
নাহিদ জাকী Thank you very much Mokhles Bhai.
মোঃ মোখলেছুর রহমান জাকী ভাই,নান্দনিক শব্দে ছন্দ কবিতা ভাল লাগল।ভাল থাকবেন।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

ভয় পাওয়া অনুভবের অগোছালো কথামালা...

২২ আগষ্ট - ২০১৮ গল্প/কবিতা: ৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪