যে ভেঙে গিয়ে শুধু বেঁচে আছে অনুভূতি,
যার দেহ আত্মা ছিলো খুঁটিনাটি খুনসুটি,
যে অবহেলা অবলীলায় আত্মঘাতী,
আমার সেই সুদীপ্ত কুমারীকে দরকার।
যে ভালোবাসায় ঠকে কেঁদে বালিশ ভিজিয়েছে,
কাঁদো কাঁদো চোখে ঘুমিয়ে পড়ে প্রতিরাতে,
চুপসে বিবর্ণমুখী হয় প্রতিক্ষণে,
আমার এমনই নিষ্প্রাণ আত্মার দরকার।
যে বিরক্তি লুকিয়ে মুচকি হেসে বলে ভালোবাসি।
সম্পর্কের ভিটেমাটি বিলীন হওয়ায় যে বলে এসো বাঁচি।
ভালোবাসাকে বিশ্বাস করতে ভুলে গিয়েও বলে এসো হাঁটি।
আমার এমনই নিঃশেষিত প্রিয়ার দরকার।
যে মিথ্যা সম্পর্কের জাল ছিড়ে নতুনত্বে বিশ্বাসী।
যে অন্যকে গেঁথে গেঁথে অট্টহাসি মহাখুশি।
যে অন্যের রূপে রূপবতী বারমাসি কিশোরী।
আমার এমনই একজন স্বপ্নচারীর দরকার।
ভালোবাসা না পাওয়ার মতো কষ্ট আর নেই। যার আছে সে মহাখুশি। যার নেই সে শুকিয়ে ঠোঁটেঠোঁটে নেতিয়ে নড়বড়ে হয়েছে। যার ছিলো এখন নেই তার মতো অভাগী অভাবী ভালোবাসার পৃথিবীতে নেই।