 
                 
                যাবে? 
কাশফুল দেখাব। 
কয়েকটি ঘুড়ি কিনে দেব। 
তুমি উড়াবে।
আর আমি! ও মুখপানে চেয়ে থাকবো।
কয়েকটি প্রজাপতি হাতে দেব।
তুমি খেলবে। 
আর আমি! আনন্দিত হবো।
কয়েকটি গোলাপ হাতে দেব।
তুমি শুঁকবে। 
আর আমি! বিমুগ্ধ হবো।
কয়েকটি চিরকুট হাতে দেব, 
তুমি পড়ে। 
আর আমি! মুচকি হাসির জাতাঁকলে পিষ্ট হবো।
কয়েকটি রেশমি চুড়ি দেব। 
তুমি পরবে। 
আর আমি! রিনিঝিনি শব্দে মাতাল হবো।
কয়েকটি পায়েল দেব। 
তুমি হাঁটবে। 
আর আমি! বেজে বেজে শিহরিত হবো।
 
                                                    
                                                 
                                                    
                                                আমার কাছে না পাওয়াটাই অসহায়ত্বের শামিল। আমার কাছে কিছু পাওয়ার আশা আকাঙ্খাটাই অসহায়ত্ব। আর যদি সেটা হয় প্রেম-ভালোবাসায়। তাহলে তো...। প্রেম-ভালোবাসা না পাওয়ার মতো অসহায়ত্ব, দুর্ভিক্ষ আর কিছু নেই।
 
             
                     
                     
                    “নভেম্বর ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ নভেম্বর, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলী