অনেকখানি সময় আছে আমার

একটি বিয়ে (আগষ্ট ২০১৯)

মুহম্মদ মাসুদ
  • ১০
  • ৮৩
হুমম, বেশ সময় হবে।
বলো তোমার কবে দরকার?
তোমার খোলা চুলে উড়বে শিউলি ফুল,
আর আমি! ঘ্রাণে সতেজ হবো।
তুমি বারবার মানা করবে নাতো।
আচ্ছা, এখনো কি শিউলি ফুল পছন্দ কর?


শোন, রাস্তার মোড়ে দাঁড়িয়ে এখনো
যদি তোমার একটু দেখা মেলে।
প্রচন্ড ঝালে তোমার হুশহুশ শব্দ এখনো কানে বাজে।
কতদিন তোমায় আকাশী-নীল রঙের শাড়িতে দেখিনা?
লাল টিপে তুমি রূপের রাণী ছিলে।


ঝং ধরা পুরানো ছাতি এখনো ব্যাগে।
হুটহাট কোন কাজে লাগে না।
ইচ্ছে করেই বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকি।
অথচ তোমার দেখা মেলেনি অনেক দিন।
হয়তো, এপথ তোমার পর হয়েছে।


শোন, এখন আমার অফুরন্ত সময়।
তুমি একবার শুধু...।
তোমার বকবক করে কথা শুনতে মন চায়।
মুখপানে অধীর আগ্রহে চেয়ে থাকতে ইচ্ছে করে।
তোমার অনুপস্থিতি পুড়ে পুড়ে ছারখার করে ফেলেছে।
অনুভূতিগুলো যদি বলা যেতো।


এখন, প্রতিটি সন্ধ্যে ক্ষন, প্রতিটি রজনী বিষাদময়।
সত্যি বলছি - তুমি ছিলে আমার আত্মা।
তুমি বিয়োগে দেহ এ কথাই বলে।
দুই বছর তিন মাস বার দিন পার হলো,
তোমার রাগ অনুরাগ, মান-অভিমান একটুও কমেছে?
অভিমানের আগুনে এখনো জ্বলি,
খেয়াল আছে কি? আমি সেদিনও কেঁদেছিলাম।


বাসে গাদাগাদি করে উঠিনা আর।
ছোঁয়াছুঁয়ি অনুভূতি নেই যে।
রিকশার দিকে শুধু চেয়ে থাকা,
দীর্ঘশ্বাসকে শুধু শুধু পাহারা দেওয়া।
কতদিন আকাশ তলে ঘুরি না।
কতদিন টিপটিপ বৃষ্টির ভিড়ে শব্দ করে চা খাওয়া হয়না।


ভাবি, কখন ফোন আসবে তোমার ?
শুধু একঘন্টা,
নয়তো কয়েক মিনিট।
একবার খবর নেবে কি?
অজস্র সময় থাকা সত্বেও তুমি বলবে?
না নেই।
আমার যতসব কল্পনা অনুমান অনুভূতি
হয়তো তার সবটুকুই ভিত্তিহীন।
কিংবা ধুলোয় মেশানো।
তুমিতো শুধু স্বপ্নেই আসো।
বাস্তবে তুমি তারাদের দলে থেকে ইশারা দাও।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মুহম্মদ মাসুদ ধন্যবাদ কবিবর, ভালো লাগলো। যথাসাধ্য চেষ্টা করবো।
মোঃ নুরেআলম সিদ্দিকী কবিতাটা ভালো হয়েছে। তবে আরেকটু যত্ন নিলে আরো ভালো হতো মনে করি। অনেক শুভ কামনা।।
মুহম্মদ মাসুদ ধন্যবাদ সহোদর।
মুহম্মদ মাসুদ ধন্যবাদ কবিবর, সাথে থাকুন পাশে রাখুন।
শাহ আজিজ কবিতার ভেতরে এক গল্প আছে, ভাল লেগেছে ।
মুহম্মদ মাসুদ ধন্যবাদ কবিবর। এভাবেই পাশে থাকুন। ভালো লাগলো।
সেলিনা ইসলাম অদৃশ্য বন্ধন-চমৎকার কথামালায় তুলে ধরেছেন। শুভকামনা রইল।
মুহম্মদ মাসুদ ধন্যবাদ কবিবর। ভালো থাকুন সবসময়।
রুহুল আমীন রাজু ভালো লেগেছে বেশ। অনেক শুভকামনা কবির জন্য।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

দুটো মানুষের মধ্যে গড়ে উঠা সম্পর্কটাই মুলতঃ মিলন। হয়তো কখনো কখনো মিলনের এই সংযোগ তারও বিচ্ছিন্ন হয়ে যায়। এই বিচ্ছিন্ন সম্পর্কটাও মিলনের জালে ফেঁসে আছে। তেমনি কিছু প্রেমের অব্যক্ত কথাগুলো বর্ণনা করা হয়েছে। যা বিষয়ের সামঞ্জস্যতায় ডুবে গেছে। এবং পাঠকের হৃদয় নিংড়ানো বাস্তবতা তুলে ধরবে।

৩০ মে - ২০১৮ গল্প/কবিতা: ৪৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪