শেষ হিসেব

শূন্যতা (অক্টোবর ২০২০)

AR Dipu
  • ৩৮
ততক্ষণে হিসেবটা মিটে গেল,
দেনা পাওনার ডান-বাম শূন্য।
নতুন সূচনার হালখাতা, পুরনো মলাট,
একগুচ্ছ অব্যবহৃত পৃষ্ঠায় ঝকঝকে শুন্যতা।
হয়ত নতুন হিসেব উঠবে, হয়ত না।
সময়ের ভারে কালি মুছে যাবে পুরনো পাতায়।
তবু এই হিসেবের মাঝেই কি যেন চাই
ডেবিট ক্রেডিট তন্নতন্ন করে একটু অমিল হাতড়ে বেড়াই।
নাহ, হিসাবরক্ষক বড্ড কর্ম পটু,
কোথাও এক ফোটা খাদ মেশানো নেই।
প্রশ্ন জাগে, কিছু হিসেবে অমিলই শ্রেয়?
হ্যাঁ আর না-এর মাঝে দ্বন্দ্ব ভীষণ।
আমি খাতা হাতে নতুন হিসেব লিখতে এগোই।
তারপর, শহরবন্দী আকাশে আলোর সাথে আঁধারের প্রেম, সন্ধ্যা নামে।
থমকে দাঁড়াই, কি যেন চাই, কি যেন নেই!
এই অবেলায় আবার দাঁড়িয়ে পুরনো হিসেব হাতাড়ে বেড়াই।
হাহাকার মাখা সময় কেটে যায়, ক্ষীণ হয় দীর্ঘশ্বাস।
শতবর্ষের অভিজ্ঞ রাত জেগে ওঠে নগরীর হৃদয়ে।
মিথ্যে আলোর চাকচিক্যে, সত্য জোছনা মৃতপ্রায়।
অতঃপর, আমি আবার ভিড়ের মাঝে হারিয়ে যাই।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী পড়ে ভালো লাগলো।
অনেক ধন্যবাদ :)

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

জীবনটা অতি ক্ষুদ্র। এই স্বল্প সময়ে কত মুখ যুক্ত হয়, কত মুখ হারিয়ে যায়, মেনে নিতে হয়, তারপর আবার উঠে দাঁড়িয়ে হাঁটা ধরতে হয়। জীবন থমকে যেতে দেয় না। আমাকে আপনাকে শেষ স্টেশানে পৌছে দেওয়াই জীবনের একমাত্র কাজ। এই হারিয়ে যাওয়া মুখগুলো একসময় মনের স্ক্রিনে ঝাপসা হয়ে আসে। একসময় আর মুখগুলো মনেই থাকে না। তবু ঠিক সন্ধ্যা নামার সময় হটাত কিসের জন্য যেন হাহাকার ওঠে, মনে হয় বাড়ি যাব, কিন্তু ঠিকানা খুঁজে পাওয়া যায় না। এরচেয়ে বড় শুন্যতা আর কি হতে পারে?

২৯ মার্চ - ২০১৮ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪