মা

মা আমার মা (মে ২০২১)

ইমাদ মুসা
  • 0
  • ৯৩
যেই ছেলেটা তোমার কোলে মাথা রেখে ঘুমিয়ে যেতে
এখন কি আর পারে কি মা তেমনি কোরে,
এখন তুমি দূর আকাশের মেঘের সাথে মিশে থাকো
দেখিনা আর চোখের ঘরে মা গো তোরে।

সকাল বেলা থাকি ঘুমিয়ে বেলা হলে বলতে এসে
এত সকাল হয়ে গেছে খাবি না তুই কিছু এসে
দুপুর বেলা বেরিয়ে গেলে খাবার খেয়ে তারপরে যা,
এখন কি আর কারো মুখে শুনি কি মা।

রাতের বেলা ঘুমিয়ে থাকা কনকনে ঐ শীতে পেলে
গায়ে কম্বল টেনে দিয়ে চুপিচুপি চলে গেলে
এখন কি আর কেউ কি করে একলা ঘরে

পরীক্ষার ঐ দিনে মাগো জানিস রে তুই খাইনা যে ভাত,
নানা রকম নাস্ত দিয়ে প্রিয় খাবার তৈরি করে
সামনে যখন এনে দিতে
এখন ওত পরীক্ষা হয় কেউ কি তেমন এনে দেয় রে।
আমার জন্য এত কষ্ট করে গেলি
ইচ্ছে ছিলো বলব তোকে একদিন তোকে
ভালোবাসি মা
হঠাৎ করে সন্ধ্যা রাতে অন্ধকারে হারিয়ে গেলি
পরোপারে মেঘের দেশে

আমি তো এক ডানা বিহীন হয়নি ডানা পলক গজে
উড়াল দেওয়া না শিখিয়ে চলে গেলি
একা পেয়ে শকুন শিয়াল আচর মারে আমার দেহে
আমি একা বনের মধ্যে যুদ্ধ করি
হয়তো রে মা মেঘের দেশে বসে বসে দেখছি রে তুই
এসব কাণ্ড
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ইমাদ মুসা লেখা বানান ভুল হলে! আমি শুধরে নিতে পারব!! তবে এমন শব্দ যদি পূর্ববর্তী কেউ ব্যবহার না করে থাকেন। কিন্তু অহেতুক ভিত্তিহীন নিজের একান্ত জ্ঞান থেকে অপর কে আঘাত করে প্রশ্ন করা ভালো লাগে না। যেকোনো স্থানে।
ইমাদ মুসা এখন যারা বাংলা বাংলা দেশের কবি!! বর্তমানে আধুনিক যুগে!! সাহিত্য অবদান রেখে চলেছেন! আমরা তাদের লেখা পড়ি এবং শিখি কিভাবে লেখতে হয়!! অহেতুক নিজের মনগড়া প্রশ্ন না করে তাদের লেখা পড়ুন তারপর প্রশ্ন করতে আসবেন!!
neamulnahid আপনার মায়ের জন্য ভালোবাসা আর আবেগ ছিলো ভালো। তবে বানানের প্রতি যত্নশীল হলে আরো ভালো হতো। লেখার যে 'ফ্লো' থাকা দরকার, সেটা যেন হারিয়ে গেছে অনেক জায়গায়।
বলেন তো , কোথায় বানান ভুল হয়েছে!! আর ফ্লো না ম্লো এইসব পণ্ডিতি কোথায় থেকে আবিষ্কার!! আর এই কবিতা কোন ছন্দে লেখা বলেন তো দেখি পণ্ডিত সাহেব পাড়েন কিনা??
swapon সৃজনশীল কবিতা।
ফয়জুল মহী অসাধারণ সৃজন।
মহী ভাই শুভেচ্ছা জানাই

১৮ মার্চ - ২০১৮ গল্প/কবিতা: ১০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪