কষ্ট ! কষ্ট ! কষ্ট !
কবে কোনদিন কিভাবে
কোথায় কার কাছে প্রথম এসেছিল সে,
কোন ফুলটি কষ্টে ঝড়েছিল প্রথম;
কে জানো তোমরা এর উত্তর।
কার একতরী বোঝাই করা কষ্ট;
চির অশান্ত কষ্টগুলো
ভেসে চলছে প্রশান্ত সাগরে প্রতি নিয়ত।
রাতের কষ্ট, দিনের কষ্ট, চলার কষ্ট, বলার কষ্ট
সব কষ্ট গুলো কী দূর্বার দুরন্ত!
ধূসর মরুর ঊষর বুকে একটি ফসল ফলানোর কষ্ট,
বানভাসী কৃষকের ফসল হারানোর কষ্ট;
এতিম শিশুর মা-বাবা হারানোর কষ্ট;
কী নিষ্পাপ কষ্ট গুলো!
কত যত্নে কত কষ্টে মা-বাবা লালন-পালন করে সন্তান,
বাগানে বৃদ্ধমালী কত কষ্টে ফুলের গাছের যত্ন করে।
রাতের পাহাড়াদার সুখের বিছানা ছেড়ে
কত কষ্টে সময় কাটায়।
কষ্ট কারো ব্যাক্তিগত সম্পত্তি নয়!
সার্বজনীন কষ্ট; তাই বিশ্ব ব্যাপী এর বসবাস
নারীর কষ্ট, নরের কষ্ট; তরুলতা বৃক্ষ বিশ্বের যবতীয় অনুভবে,
শিক্ষিত বেকার আজীবন বয়ে বেড়ায় কর্ম হীনতার কষ্ট।
যে রোগী হাসপাতালের বিছানায় পরে
মরণ যন্ত্রায় ছট্ ফট্ করে
কতো কষ্ট তার।
বলুনতো কষ্টের ওজন কত গ্রাম!
কেমন করে সে জলে স্থলে সর্বত্র বিরাজ করে,
কার হাত ধরে এধরায় এসেছিল সে,
কে তার জন্মদাতা
কয় ভাই বোন কষ্টরা ?
জন্ম-মৃত্যু ইত্যাদিতে তার কি কোন শেষ আছে?
তবে বলতে পারি কষ্টের তবুও একটা সততা আছে,
শেষ অবধি একটা কিছু ফলাফল সে দিয়েই যায়।
পাওয়ার তাড়না আছে বলেই
এত কষ্টেও ভাল বেসে যায় প্রেমিক-প্রেমিকা।
লাল,নীল,হলুদ,সবুজ কেমন রঙের কষ্ট
কে বয়ে বেড়ায় বলতে পারো?
সুখ-স্বাচ্ছন্দ্য, আনন্দ-প্রাচুর্য ঐশ্বর্য্য
এদেরও উল্টোপিঠে আছে কত কষ্ট!
ভাল কষ্ট, মন্দ কষ্ট হোক না যেমন তরো,
মেনে নিলেই কষ্ট থাকে না!
করো তারে জয় করো।
কষ্টকে স্বযত্নে অনুভব করো যদি
বুঝবে কষ্টের মেলায় কত কষ্টের ছড়াছড়ি,
কষ্ট কোন আগাছা নয়; দুর্নিবার পরগাছা সে,
যদি অনুভবে তার অনুভূতি হয়..
তবেই গন্তব্যে যাবে কষ্ট সোনার তরী।
কষ্টকে কভু অবহেলা করে ফেলনতো নিঃশ্বাস!
কী অসীম ক্ষমতা তার,
এই বিশ্বের প্রতিইঞ্চি স্থানে সে করে বসবাস।
ফুলের কষ্ট, ভুলের কষ্ট, লেখার কষ্ট,দেখার কষ্ট;
নির্যাতিতা নারীর কষ্ট!
স্ত্রীর আচরণে কষ্ট পায় বেচারা স্বামীটিও!
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
কত কষ্টে মানুষ বয়ে বেড়ায় জীবনের কষ্ট গুলো,
দু' হাতে বুকে টেনে অপন কষ্টকে আবার
ইচ্ছেমতো উড়িয়ে দিলাম যেন
নীলাকাশে ভেসে গেল মেঘের সাদা ছেঁড়া পেঁজা তুলো।
রাজার কষ্ট, প্রজার কষ্ট, কার নেই কষ্ট বলো!
কষ্ট সুনামিতে ভেসে যায় সব স্বপ্ন প্রদীপ গুলো।
ডিজিটাল কষ্ট, এনালগ কষ্ট;
সহজ-সরল জটিল আঁকা-বাঁকা কষ্ট;
যত্তোসব কষ্ট গুলো ছুটে বেড়ায় অনলাইনে!
কষ্ট সাঁতরায় ইচ্ছেমতো আগে-পিছে বামে কিম্বা ডাইনে।
অথবা স্থলপথে কখনো ঘোড়ারথে চড়ে
অথবা বহে সমান্তরাল রেললাইনে।
নীল নির্জনে গহীন জঙ্গলে বলতো কোথায় কষ্ট নাই?
কষ্ট কালিতে ব্যর্থ জীবনের কবিতা লিখছি তাই।
শহীদের কষ্টে শ্রমিকের কষ্টে এদেশ আমার গড়া,
কষ্ট তাইতো আনন্দ বাড়িতে নাড়ছে নিত্য কড়া!
অতীতের সব কষ্ট নিয়েই ইতিহাস কথা কয়,
আনন্দ দিয়েই কষ্টকে তাই করতে হবে জয়।
পাওয়া না পাওয়ার কত যে কষ্ট
সবার মাঝেই আছে;
কষ্ট তরী পাড়ি দিতে হয় সকাল দুপুর সাঁঝে।
কষ্টকে যদি কষ্ট বলো সবে কষ্ট পাবে সে আজ,
চলো তাই সবে কষ্ট শেয়ার করি
ভেঙ্গে ফেলি সব লাজ।!
১০ ফেব্রুয়ারী - ২০১১
গল্প/কবিতা:
৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪