যৌবন বসন্তে বুনোহাঁস উড়ে

স্বাধীনতা (মার্চ ২০২২)

জি এম জাহিদ হাসান সালমান
  • 0
  • ১০৫
এই প্রভাত সূর্যোদয়ের যৌবন বসন্তে কোথায় কতোদূর যাও তুমি মাঝি,
কোন দেশে যাত্রা তোমার শূন্য হাতে অভাব অনাটনের দীর্ঘ সংসারে বুঝি।
সামনে নদী,সামনে সাগর,সামনে বসন্ত বিশাল দরিয়ায় ভাসমান খুঁজি!
কঠিন গর্জন পানি,কঠিন ঢেউ বিশাল খেলা করে বসন্ত জীবন সাজ সাজ!
এমন ফুল ফোটার দিন আমারে একা পেছনে ফেলে প্রেম ও পরাণের মাঝি,
কোথায় যাও তুমি,কতোদূর ঠিকানা তোমার আকাশে চাঁদ জ্বলে ধূসর জ্যোৎস্না!
চৈত্রের শূন্য নদী,তবু তুমি নাও ছাড়ো উজান দেশে যাও কর্মের সন্ধান।
ওই দূর গ্ৰাম দেশে যেও না মাঝি আমারে একা ফেলে বিরহ যাতনায়।
পেছনে জীবন কাঁদে সামনে দরিয়া বহুদূর নদী চলাচল ভরা দেহে যৌবন বিস্ময়।
সৈকতের বালুচরে খাঁ খাঁ রোদ আমাদের প্রেমের স্বর্গ বসন্ত ফুলে ফলে পরিচয়।
তুমি চলে গেলে বিচ্ছেদের আনলে যৌবন হবে আমার অতন্দ্র অসহায় ।
অবুঝ ভালোবাসার জীবন অবুঝ প্রেমের হিয়া ক্রন্দন করে জ্বালাময়।
স্বপ্ন দেখে,পিরিতে মজে,তোমারে খোঁজে বন্ধু শান্তির পথে আশ্রয়।
তুমি ছাড়া এ-নিশি প্রহর কেমনে কাটাবো মাঝি দহন বিরহ দীর্ঘ বসন্ত ব্যথায়।
যদি তুমি ভেসে যাও বন্ধু দূরে,বহুদূরে,ঐ সুদূর অকুল চৈত্রের বিরহ দরিয়ায়!
কুল নাই,কিনার নাই,ভালোবাসাহীন কল্পনার ধাঁধা শুধু ছলনায়।
ফাগুন চৈত্রে বিরহের নদী বহে জোয়ারহীন খাঁ খাঁ রোদ মলিন নৌকা বহমান।
চন্দ্রময় আসমান পূর্ণিমায় জ্বল জ্বল করে জ্যোৎস্না ছড়ায় হৃদয় জাগে স্বপ্নবান।
তোমারে আমারে খোঁজে প্রিয় চন্দ্র,প্রিয় বসন্ত ব্যাকুল বাসনার তীথি নন্দন।
আউলা বাতাস ফাগুন চৈত্রে দিওয়ানা প্রেম শন শন করে কলতান বিচ্ছেদ গুঞ্জন।
সোহাগী মন আমার আশায় ঘর বাঁধে জীবন সুন্দর ফুলের চেতনায়।
হয়তো ভালোবাসার বিরহে ভেসে যাবো আমি দূর উজানে ফাগুন প্রেমময়।
হয়তো তোমায় খুঁজবো আমি,হয়তো তোমায় ডাকবো আমি,পরাণ বন্ধু পরিচয়।
তুমি কই,তুমি কই,প্রাণের সখা,তুমি কই তুমি কই জীবনের সখা সমুদোয়।
প্রেম ও বাসনার স্বপ্নে জীবন আমার উথাল পাতাল যৌবন হাল যেন বিপন্ন অসহায়।
দেহের নদীতে কাঁদে বুনোহাঁস,দেহের মাটিতে কাঁদে বেহুলা চন্দ্রমুখী,মহুয়ার নয়ন বিপন্ন।
পরাণের স্বামী তুমি কেন যে বুঝোনা এই জীবন যৌবনে ভীষণ বেদনা।
শূন্য শরীর,অসহায় ভালোবাসা,ঢেউয়ে ঢেউয়ে ব্যথা ছড়ায় বসন্ত বিরহ যন্ত্রণা?
কেন যে তুমি আমায় একা ফেলে দূর দেশে চলে যাও বিচ্ছেদ মরণ বেদনা!
এ-ভরা যৌবনে এ-ভরা ফাগুনে তোমায় খুঁজি মাঝি জনম জনম বিরহ বুঝি।
এই জীবনে প্রেম দাও‍,বাসনার আশা দাও, কল্যাণের সেবা দাও ফাগুন চৈত্র আজি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শাহ আজিজ খুব ভাল লাগলো ।
বিষণ্ন সুমন কবিতাটি বেশ লাগলো।
ফয়জুল মহী অল্প লেখাতেই অনেক কথার নির্যাস পরিস্ফুটিত হয়েছে। শুভেচ্ছা ও শুভ কামনা।

১৭ ফেব্রুয়ারী - ২০১৮ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "নগ্নতা”
কবিতার বিষয় "নগ্নতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৪