কে আমি?

দাসত্ব (এপ্রিল ২০২৫)

ফারহানা বহ্নি শিখা
  • 0
স্পর্শটাকে ভালোবাসা বলো,
ওটা যদি শরীরে না হয়ে,
হৃদয়ে হতো...
হ্যাঁ, হয়; হৃদয় আমার
অসংখ্যবার স্পর্শিত হয়।
তোমার ধমক, তাচ্ছিল্য—
রক্ত ঝরায় প্রতিনিয়ত।

দুই যুগেও কেন
অভ্যস্ত নই তাতে?
তোমার আক্ষেপ—
এখনও কেন
চোখের কোণে পানি?
বদলাতে বদলাতে
নিজেকেই হারিয়েছি—
কে আমি?

আমার সব দোষ, সব মন্দ,
আমি অবুঝ, মূর্খ—
তাই তোমার পদচিহ্ন
আমার জন্য মুখ্য!

আমার হাসিটাও কান্না,
তোমার চোখে পড়ে না।
তোমার শান্তিতে পৃথিবী আলোকিত—
এতেই সব সৌন্দর্য!

তুমি চাও শুধু—
তোমার সুরে গান গাই,
হই তোমার রঙে রঙিন,
তোমার পায়ের ছায়ায় হাঁটি,
তোমার সাদাকে সাদা বলি—
আমার সাদা মাটি।
তুমি যেমন, তেমনই
আমি তোমাতে মিশেছি।

কখনো ইচ্ছে করে—
সুতোটা কেটে ছিঁড়ে
ছুঁড়ে দিই!
কিন্তু বাইরের কাঁটাতারের বেড়া
আরও তীক্ষ্ণ হয়ে দাঁড়ায়।

দিনশেষে একটাই সান্ত্বনা—
আমি ছাড়া
তুমিও একা।

৯ই মার্চ, ২০২৫
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী খুবই চমৎকার লিখেছেন। পাঠে ভীষণ মুগ্ধ প্রিয় কবি।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

আরেকজনের পছন্দ অপছন্দের মূল্য দিতে গিয়ে, নিজেকে পুরো বিলিয়ে দেয়া। যেটা প্রায় দাসত্ব বরণ করে নেয়ার মতো।

১৭ জানুয়ারী - ২০১৮ গল্প/কবিতা: ১০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "সংসার”
কবিতার বিষয় "সংসার”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৫