অভাব

স্বাধীনতা (মার্চ ২০২৫)

ফারহানা বহ্নি শিখা
  • ১০৮
তোমাকে কি কখনো বারণ করেছি কিছুতে?
না, বারণ নয়, কখনোই নয়
তুমি আমার লেখালেখিতে
বিরক্ত হয়েছো প্রতিনিয়ত ;
তোমার সামনে লিখেছি বলতে পারবে না।
তোমাকে খাবার দিতে দেরি করেছি?
তাও বলতে পারবে না।
নাকি তিন বাচ্চার, দুই রুমের ঘর
অগোছালো পেয়েছো, তাহলে?
যারা লিখে, তারা একসময়
তসলিমা নাসরিন হয়ে যায়,
নারীবাদী হয়, অ-ধর্মে পা দেয়
লেখা বন্ধ।
ফেসবুক বন্ধ।
কাজ করতে পারবো?
যোগ্যতা আছে, শক্তি আছে
বাসায় একা ভালো লাগে না।
না...
ঝগড়া হবে,
মেয়েরা টাকার গন্ধে পাগল হয়ে যায়।
সম অধিকার চায়, বলে
সংসারের কাজও আধা আধি;
বর'কে পাত্তা দেয় না,
শেষ অব্দি আলাদা, সেটাই চাও?
চাকরি'র কথা বন্ধ।
লাইব্রেরি থেকে গল্প বই আনি,
অবসরে মনের সুখে পড়ি।
হঠাৎ বালিশের নিচে শক্ত কিছু টেকে
মেজাজ আগুন তোমার!
এটাতো ভালো জিনিস নয়,
শেখার আছে কিছু?
লেখক কোনটা ভালো চরিত্রের
বলতে পারো?
সাহিত্য কেনো, গল্প কবিতা কেনো?
রান্না শেখো, সেলাই শেখো।
গল্প বই আনা বন্ধ।
কি করা যায়? কি করা যায়?
সময় তো কাটে না।
ইউটিউব থেকে নতুন রান্না শিখি!
প্রতিবার চেখেই, কি রেঁধেছো?
এতো বছর সংসার করে এই অবস্থা!
সব নিয়ে ডাস্টবিনে ফেলি।
নতুন কিছু শেখা বন্ধ।
এবার ইউটিউবে মজি
ক্রাইম পেট্রোল ভালো লাগে
দেখতে থাকি ;
একদিন তোমার চোখে পড়ে।
আর কিছু নেই দেখার
ক্রাইম শিখছো?
কাকে মারবে, আমাকে!
ইউটিউবও বন্ধ।
আচ্ছা, বলতো সোনা
আমি কি তোমাকে কিছুতে বাধা দিই?
অভাবে রেখেছি,
খাবারের অভাব নাকি কাপড়ের?
তোমার মতো স্বাধীন, সুখী
দু'জন পাবে কোথাও?
আসলেই,
আমি নিজেও তো বুঝতে পারছি না
আমার অভাবটা কোথায়!

১৪ ই ফেব্রুয়ারি ২০২৫
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী অনেক সুন্দর লিখেছেন প্রিয়, শুভেচ্ছাসহ শুভকামনা রইলো
অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কবিতাটিতে, একটা মেয়ে তার সংসার জীবনে খাবার, কাপড় সবকিছু তো ঠিকঠাক পায় কিন্তু তার মনের ক্ষিদা, তার স্বাধীনতা সব অন্য একজনের নিয়ন্ত্রণে।

১৭ জানুয়ারী - ২০১৮ গল্প/কবিতা: ১০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "সংসার”
কবিতার বিষয় "সংসার”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৫