দেখি স্বপ্ন অবিরত
ভালোবাসাবাসি প্রতিনিয়ত,
নাই হিংসা নাই বিদ্বেষ
নাই ক্ষোভ ঈর্ষা অবশেষ!
মনে প্রাণে বড় হও যত পারো তত
হানাহানি ঘৃণা সব হয়ে যাক গত,
ভালোবেসে সকলে হও একত্বতা
কাঁধে কাঁধ মিলে চলো হে আমজনতা!
কে কবে হয়েছে বড়
বলতে কে কেউ পারো?
পুষে রেখে ক্ষত গ্লানি
ভেবে দেখ অবসরে একটু খানি!
ধন্য হোক ভালোবাসায় এ ধরণী
হে দেশ মাতৃকা মা জননী,
গড়ে তুলি ক্ষোভহীন ঐকতান
যাবেনা বৃথা তোমারই জন্য ৩০ লক্ষ শহীদের প্রাণ দান!
বিষে বিষে যেমন হয় বিষ ক্ষয়
হিংসাবিদ্বেষ দ্বারা তেমন ক্ষোভের জন্ম হয়,
বিশ্বাসে বিশ্বাসে গড়ে ওঠে ভালোবাসা
ক্ষোভ হতে সৃষ্ট হয় মনের হতাশা!
মাঝে মাঝে মনে হয় এমন যদি হয়
ভূলুণ্ঠিত মানবতারই হোক শুধু জয়,
নয় কোন কল্পনা অতি বাস্তব
কখনো কারো মনে থাকবেনা তো ক্ষোভ!!!
advertisement