কাজল জোছনা রাতে

অন্ধ (মার্চ ২০১৮)

মামুনুর রশীদ ভূঁইয়া
  • ৪৪
  • ২৩
  • ২৮
ঝিরিঝিরি রোদেলা হাওয়া চুমে যায় ঘুমন্ত কিশোরী চোখ
আঁখি ভোর দেখে-দোপাট্টা হাওয়ায় ভাসে-ভাসে আলোকিত ভোর-
স্বর্ণালী শিশির জলে-জ্বলে ঘাসফুল নোলক জ্বলে সহস্র অযুত
কি অপরূপ জিউসের স্বর্ণবৃষ্টি-ড্যানিকে পাবার আশায়-স্নিগ্ধ সকাল!
‘সুপ্রভাত’ ধরণী তোমায়।

উদাসী দুপুর আনমনা মন যায় ছুঁয়ে অপলক চোখ পদ্মজলে-
খেলে নার্সিসাসের জলছবি আরশি জলে-জ্বলে মুগ্ধ কিশোরী চোখ
জলজ প্রেমের জলে-জ্বলে প্রেম জ্বলজ্বলে-কি অপরূপ প্রেমেলা দুপুর!
‘শুভ মধ্যাহ্ন’ ধরণী তোমায়।

বৈকালী হাওয়া শিস্ দিয়ে যায় মর্মর বনে ঝরা পাতা দিনে
কী সুমধুর পত্রধবনি-ধ্বনি প্রতিধ্বনি প্রেমেরও ধ্বনি বিহবল আহবানে-
অ্যাডোনিস প্রেমে কাঁপে কিশোরী আফ্রোদিতি-কি অপরূপ যুগল বিকেল!
‘শুভ অপরাহ্ন’ ধরণী তোমায়।

সাঁঝের মায়া ধূপ জ্বেলে যায়-যায় জ্বেলে মঙ্গল প্রদীপ-নিভে যায় কিশোরীর দীপ-
স্বর্ণালী ভোর, উদাসী দুপুর, অ্যাডোনিসের স্বপ্ন বিকেল-ঝাপসা কেবলি-
‘রাত কানা’ কিশোরীর চোখে-কি নিদারুন সাঁঝবেলা! তবুও-
‘শুভ সন্ধ্যা’ ধরণী তোমায়।

কৃষ্ণ নিশীথে দূর-বহুদূরে কে তুমি বাজাও কৃষ্ণ বাঁশি
অর্ফিউস ফিরে যাও-যাও লয়ে সাথে-পঞ্চমীর চাঁদ, সপ্তর্ষী নক্ষত্র রাত
পূর্ণিমা জোছনাখানি আঁচলে বাঁধি-অমন রূপালী রাতে ‘রাতকানা’ কিশোরী-তবুও-
‘শুভরাত্রি’, রাত্রি তোমায়।

অতঃপর শুক্লপক্ষের রাতে-
বাদুড়েরা উড়ে যায় শ্মশানের ধারে-ধার লয়ে কিশোরীর চোখের জ্যোতি-
দিনের দু’চোখের আলো-আলো নিভে কাজল কালো-কৃষ্ণ রূপালী রাতে;
ঝিঁঝিঁ ডাকা রাতে কিশোরীর দু’চোখে কাজল-কাজল জোছনা আঁকে-কেবলি ভোরের ছবি-
এসো গো রোদেলা ভোর দু’চোখ চুমে-হাওয়ায় উড়ায়ে মোর বেআব্রু দোপাট্টাখানি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ম, ম শফিকুল ইসলাম প্রিয় বৈকালী হাওয়া শিস্ দিয়ে যায় মর্মর বনে ঝরা পাতা খুবই সুন্দর, ভালো লাগল।
কাজল Greek godess, from dawn to night in order. Really classic. Great. see you also write nice poem. Please read my poem in next issue if published.
Md. Mainuddin ভালো লাগলো আপনার চমৎকার সুর আর ছন্দের মিশেলে লেখা সুদীর্ঘ কবিতাটি। ভালো থাকুন সতত।
ধন্যবাদ কবিবন্ধু এতো রাতে সময় ও মন্তব্য দেয়ার জন্য। আশা করি আপনার আরো চমৎকার সব লেখা পাঠক পাবে। সময় পেলে আসবেন গল্পের পাতায়। আবারো ধন্যবাদ।
ধন্যবাদ। এসেইছি যখন আবার , দেখা হবে নিশ্চয়ই বারংবার।
Rashed Chowdhury সাঁঝের মায়া ধূপ জ্বেলে যায়-যায় জ্বেলে মঙ্গল প্রদীপ-নিভে যায় কিশোরীর দীপ- স্বর্ণালী ভোর, উদাসী দুপুর, অ্যাডোনিসের স্বপ্ন বিকেল-ঝাপসা কেবলি- ‘রাত কানা’ কিশোরীর চোখে-কি নিদারুন সাঁঝবেলা! তবুও- ‘শুভ সন্ধ্যা’ ধরণী তোমায়।ভালো লেগেছে আপনার অতি সুন্দর করে শব্দের পাপড়ি দিয়ে সাজানো গল্পের বৃক্ষটাকে। শুভ কামনা ও ভোট রইলো জনাব।
ধন্যবাদ কবি মূল্যবান সময় ও মন্তব্য দেয়ার জন্য। আপনার কবিতাটির জন্যও শুভকামনা রইল। সময় পেলে আসবেন আমার গল্পের পাতায়।
Mohammad Taufiqur Rahman ভয়ঙ্কর সুন্দর!
হা.. হা.. হা.... ভয়ংকর মন্তব্য কবি। ঘুরে আসুন আমার ভয়ংকর অন্ধ প্রদেশ।
মোঃ রাহাত হাসান খান ধন্যবাদ এক উচ্ছ্বল কিশোরীর স্বপ্নময় একটি দিনের বর্ননা দেয়ার জন্য
ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।
Rezaul Hasan Bhuiyan কি অপরূপ জিউসের স্বর্ণবৃষ্টি-ড্যানিকে পাবার আশায়-স্নিগ্ধ সকাল! জলজ প্রেমের জলে-জ্বলে প্রেম জ্বলজ্বলে-কি অপরূপ প্রেমেলা দুপুর! অ্যাডোনিস প্রেমে কাঁপে কিশোরী আফ্রোদিতি-কি অপরূপ যুগল বিকেল! অর্ফিউস ফিরে যাও-যাও লয়ে সাথে-পঞ্চমীর চাঁদ, সপ্তর্ষী নক্ষত্র রাত বাহ! অসাধারণ লিখনী। এই ধারা আজীবন অব্যাহত থাকুক। শুভকামনা রইলো।
ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় ও মতামত দেয়ার জন্য। ভালো থাকবেন।
জুনায়েদ বি রাহমান দারুণ লিখেছেন।
ধন্যবাদ কবিবন্ধু। আপনি আমাকে মনে রেখেছেন। এটাই আমার জন্য অনেক অনুপ্রেরণা।

০৬ ডিসেম্বর - ২০১৭ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪