তুমি দেখেছো এ আকাশের বিশালতা
যাকে মুছতে পারবেনা কেউ,
দেখেছো পাহাড়ের অসীম উচ্চতা
হেরে যাবে সাগরের ঢেউ।
এভাবে তারা গড়তে গড়তে ফের
সীমানা ছাড়িয়ে যায়
স্বপ্নময়ী আশকারা,
কখনো তারা ভাঙতে ভাঙতে সব
নিজেকে হারিয়ে যায়
জীবন ছন্নছাড়া।
হঠাৎ দেখি মেঘগুলো এলোমেলো
আকাশেতে জমে গেলো
হাতছানী দেয় ইশারায়,
সময়টুকু হচ্ছেনা পাড়
তবু জমছে পাহাড়
চাপা পড়ে গেছে নীল দরিয়ায়।
জীবনের গল্প এটুকুই
আমাদের ভাবনা এটুকুই,
সময়ের কাটা এটুকুই
সাগরের স্রোত এটুকুই…
কখনো কখনো জীবনযুদ্ধে আকাশ সমান উচু ব্যক্তিকেও অসাহয়ত্ব বরণ করে নিতে হয়। নিমিষে সে তার রং হারাবে অস্ফুট কোন এক মায়ায়। জীবনের গল্প ব্যাস এটুকুই...