মনের মানুষ

কোমল (এপ্রিল ২০১৮)

সোহরাব হোসেন
  • ২৫
তুমি কি সেই, একটা মানুষ?
যে আমার সময়কে দেবে ভুলিয়ে।
মুছে দিয়ে দিনের শ্রান্তি, মনের গ্লানি
অবসাদ যত শুষে নেবে যার আপন চাহনি!
দশের মাঝে একাদশ হবো, আমি যার বৃহস্পতি।

তুমি কি সেই, মনের মানুষ?
যে আমাকে ছোঁয়া দেবে না কষ্টের।
ভুল বুঝে কোনদিনও যাবে না যে ছেড়ে,
গভীরে নাই অভিযোগ যার আরাধনা কেবলি আমি,
ধরনীর বুকেতে রচিবে মহামায়া, কোন মনের মতো মন।

তুমি কি সেই, অতল আশ্রয়?
যে আমায় পাশে নেবে টেনে মহানুভবে,
মুছে দেবে হৃদয় ক্ষরিত কষ্ট বা পাপের জল।
ন্যায় অন্যায় ভুলিবে তাবৎ, ক্ষমা চাওয়া নিস্ফল
আমার ভুলের নয় কোন সাজা, নয় কোন প্রায়শ্চিত্ত্ব।

তুমি কি সেই, অথৈ সোহাগী?
যে আমায় বুকে নেবে টেনে আদরে।
যতন আলিঙ্গন, উচাটন মন ছুটিবে দিগ্বিদিক,
দিন যাপনের মধুমাখা সুখে করে দিয়ে সয়লাব,
পিছু স্মৃতি হীন, কাতরতা হীন, স্বপ্নদেরও দেবে ছুটি।

তুমি কি সেই, মনোলোভা নারী?
যে গ্রহণ করে মন মৌলিকতার ছাঁচে,
স্পৃহা নাই যার ভাঙা গড়ার, যেমন তেমনই
কোমলতা আমার স্পর্শিবে যে আলতো পরশে।
গড়াপেটা বিনে বাঁচতে দিবে আমায় আমারই ধাঁচে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী তুমি কি সেই, মনোলোভা নারী? যে গ্রহণ করে মন মৌলিকতার ছাঁচে, স্পৃহা নাই যার ভাঙা গড়ার, যেমন তেমনই কোমলতা আমার স্পর্শিবে যে আলতো পরশে। গড়াপেটা বিনে বাঁচতে দিবে আমায় আমারই ধাঁচে। অনেক ভালো লেগেছে। শুভকামনা
মামুনুর রশীদ ভূঁইয়া ‘পিরামিড শেপ’ কবিতাটি ভালো লেগেছে কবি। ক্রমধারায় ৫, ৬, ৭ শব্দ দিয়ে লাইনগুলোর নির্মাণশৈলী দৃষ্টি নন্দন হয়েছে। ভোট রইল। সময় পেলে আসবেন আমার কবিতায়।
আলমগীর সরকার লিটন সুন্দর অনেক শুভ কামনা রইল কবি
ম নি র মো হা ম্ম দ পিড়ামিডের মত শব্দের গাথুনি।।বেশ লেগেছে।।এক কথায় অসধারণ।।ভোটো দিয়ে গেলাম।।আমন্ত্রণ জানিয়ে গেলাম। সময় পেলে আসবেন আমার কবিতার পাতায়।

০৪ ডিসেম্বর - ২০১৭ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪