নির্ভয় অরণ্যের সবুজ

স্থিতিশীলতা (ডিসেম্বর ২০২৪)

Jamal Uddin Ahmed
  • 0
  • ৪৮
আজ আমার জল চাই, তেষ্টা বড়
কতকাল খাড়ির জল ঘোলা হয়ে আছে
কতদিন বুনছে বলক বিক্ষেপে
ঊর্ধ্বশ্বাস ঘোটকের দিকভ্রান্ত খুর
বুনোহাতি মেখেছে কাদা ঘোরছায়া আকাশের নিচে।
মন্থন করেছে খুব কচু-ঘেঁচু ভেবে
দেঁতো সব শুয়োরের দল কাকডাকা ভোরে
জলহাতি নেমেছে বেঘোরে
মুড়িয়ে গায়ে আঁধারের চাদর।

জল চাই, গলনালি শুষ্ক ভীষণ
জন্মেছে মরুর ক্যাকটাস জিভে ও ঠোঁটে।
ক্লান্তি পাক খায় দিশাহীন চিলের ডানায়
বৃত্ত বিস্তার ঘটায় কাঠফাটা শস্যহীন মাঠে
মাছরাঙা চঞ্চু মোছে খাগড়ার গায়ে
শর্ষের খেত ঢাকে শকুনের ডানার ছায়া
বিচ্ছুরিত আঁচ ছোঁয় ঘর্মসিক্ত গা।

আমার তিয়াসা অনেক, খরখরে ফুসফুস
কতযুগ ভেজেনি বুকের চাতাল।
মুষড়ে রয়েছে পড়ে রোয়াকের হাসনাহেনা –
মনে নেই কোনকালে ছেড়েছে সুবাস
ছায়াছায়া সন্ধ্যার মধুর আঁধারে।
কতদিন জোছনা নেই পূর্ণিমার চাঁদে
নিমীলিত ডাহুকের ডাক রাতের কালোয়
বিস্মরণে হারিয়ে যায় জোনাকির পিদিম।

চাই-ই চাই এক্ষণে এমুহূর্তে তেষ্টার জল
ভীষণ খরায় চিরল দশদিক এবং দেশকাল
দ্রুতযান হাঁকিয়ে চলে লেলিহান
আগুনের শিখা – দৃষ্টির এপারে ওপারে
থেকে থেকে কেঁপে ওঠে
এ মাটির ভূগোল ও ইতিহাস।
আমিও যে কাঁপছি ভীষণ
তাড়া খাওয়া শশকের মতন
কে আছে রাখবে হাত মাথায় আমার
কে দেবে নির্ভয় এক অরণ্যের সবুজ!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী সজ্ঞান লেখায় প্রাণে সজীবতা জাগে, আলোকিত লিখনীর আলোয় অভিভূত হলাম।
পড়েছেন তাই অনেক খুশি হলাম। অনেক অনেক ধন্যবাদ।
মাহাবুব হাসান কী সুন্দর! জীবন্ত, যেন চোখের সামনে দৃশ্যপট দেখছি! উপমাগুলোও বেশ।
অনেক অনেক ধন্যবাদ, প্রিয় পাঠক।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

আজ আমার জল চাই, তেষ্টা বড় কতকাল খাড়ির জল ঘোলা হয়ে আছে

১৯ নভেম্বর - ২০১৭ গল্প/কবিতা: ১৬১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪