৯ নম্বর বাসের হাতল

অবহেলা (মে ২০২৪)

Jamal Uddin Ahmed
  • ১৪
  • ৯৮
বসন্ত চেপে ধরে বুকের ভেতর
চিত্রা হরিণের বেগে পাড়ি দিলে দহনের ঋতু –
গ্রীষ্ম কি তাতালো তোমায়?
তোমার প্রশ্বাসে পোড়ে পথঢাকা পিচ
তাণ্ডবে উপড়ে পড়ে শিমুল আমূল
লণ্ডভণ্ড হয়ে যায় শিরিষের শির
উড়ে যায় ঘাট ও গঞ্জের চালা
শীর্ণকায় নদীর ঢালে
কিছু যায় দূরের সর্ষের খেতে।

আমি খুঁটে খুঁটে স্পর্শ খুঁজি
তোমার ফেলে যাওয়া পায়ের ছাপে –
বিকিরিত ধূলায় ডুবাই কম্পিত তর্জনী
ওখানে নূপুর-নৃত্য জাগে কৈশোরিক প্রভায়,
এঁকে গেছ ছোপ ছোপ দীঘল সর্পিল রেখা।

যেতে যেতে বহুদূর অনুদ্দিষ্ট পথে
নিস্ফল কসরতে চেপে রাখি
দুঃখার্দ্র হাওয়াভরা বুকের ছাতি
তারপর সশব্দে উড়ে গেলে ছিপি
কেটে যাওয়া ঘুড়ির সুতোর মতন
বেআন্দাজ পড়ে যেতে যেতে
আমার শ্বাসবায়ু দীর্ঘ থেকে দীর্ঘতর হয়।

ঘামভেজা চোখের পাপড়ি খুলে দেখি
মাথার ওপরে ছোটে উর্বশী মেট্রোযান ললিত কলায়
আমার হাতের মুষ্টি ধরে আছে
হেলায় পড়ে থাকা শ্বাসরোধী
৯ নম্বর বাসের হাতল।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ মাইদুল সরকার না কিছু জানিনা ভাই। মেসেঞ্জারে নক দিয়েছিলাম রিপ্লাই দেয়নি, তাই জানাও হয়নি কেন এ মাসের গল্প কবিতা প্রকাশ হলোনা। ঈদের আগেই আপনার প্রতিউত্তর দেখেছি, ব্যস্ততার জন্য মন্তব্য করতে পারিনি। ধন্যবাদ । ভাল থাকুন।
মোঃ মাইদুল সরকার কি কারণে বর্তমান সংখ্যা প্রকাশ হচ্ছেনা নোটিশের মাধ্যমে জানালে ভাল হতো।
ভাই, আমি জানি না আমার প্রত্যুত্তর আপনি দেখবে কি না। আমি যতটুকু বুঝি, গক এখন আমাদের নিয়ে ভাবে না। তারা কোনো মেসেজের উত্তর দেয় না। করোনা-কাল থেকে আজ পর্যন্ত কেউ কোনো পুরস্কার পেয়েছেন বলে আমার জানা নেই। নগণ্য আমাকেও তারা কয়েকবার বিভিন্ন বিভাগে বিজয়ী ঘোষণা করেছে, কিন্তু কোনো পুরস্কার দেয়নি। আপনি/আপনারা কি এ ব্যাপারে কিছু জানেন?
মোঃ মাইদুল সরকার যাপিত জীবনের চিত্র সুন্দরভাবে ফুটে উঠেছে। আশা করি ভাল আছেন, জুন সংখ্যার জন্য নগ্নতা বিষয়ক গল্প কবিতা প্রকাশ হচ্ছেনা কেন জানেন কিছু ?
আমারও একই প্রশ্ন! মাসের পয়লা দিন থেকেই তো অপেক্ষায়। গল্পকবিতাকে একটা মেসেজও করেছিলাম। স্ট্রেইঞ্জ!
মাসুম পান্থ -দারুণ সুন্দর
অনেক অনেক ধন্যবাদ।
বিশ্বরঞ্জন দত্তগুপ্ত উপস্থাপনা , শব্দের বিন্যাস সব মিলিয়ে ভাল লাগলো।
অনেক অনেক ধন্যবাদ।
ফয়জুল মহী সুরচিত , সুখপাঠ্য ও অপরূপ লেখা। সুসাহিত্যে ভরপুর হোক বাংলা সাহিত্য।
মাহাবুব হাসান মজা পেলাম কবিতাটা পড়ে। রাজধানীর বুকে পাবলিক বাসে চলাচলের যাপিত জীবন সুন্দরভাবে তুলে এনেছেন। বহু পুরনো স্মৃতিগুলো মানসপটে ফুটে উঠল যেন।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

বসন্ত চেপে ধরে বুকের ভেতর চিত্রা হরিণের বেগে পাড়ি দিলে দহনের ঋতু –

১৯ নভেম্বর - ২০১৭ গল্প/কবিতা: ১৬১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪