আদিগন্ত কুয়াশার জালে

বন্ধুত্ব নাকি ছলনা (নভেম্বর ২০২৩)

Jamal Uddin Ahmed
  • ১৬
  • 0
  • ৫৯
সুরমাই আপন ছিল বড়
কিন্নরকণ্ঠ ছিল জাদুমাখা তার:
বার বার ছুটে গেছি ছোঁব বলে অবগাহনের ছলে
বার বার মেখেছি গায়ে পলি আর বালি।
সুরমার হিল্লোল দুলিয়েছে যতবার
কলঙ্কিত আমার ছায়া
উজিয়েছি মায়াযানে ক্রমে ক্রমে
বরাকের নাভিমূল পানে
নাগা-মণি-সংসানের চপলা স্রবণে
ওখানে গিরিতল পেখম মেলে ময়ূরীযৌবনে।
থাবাল চোংবার তালে পূতস্রোতে নেমেছি আবার
নুড়ি আর পাথরের সাথে মিশে আপন অস্তিত্বে।

সুরমাই ছিল মোর পাথুরে প্রত্যয়
বড়ই দুর্লঙ্ঘ্য স্থাবর দখল
অনায়াস তটে ছিল সবুজের আজন্ম তিয়াস
নেমে এলে বোশেখি পৌরুষ আর জঙ্ঘাপ্লাবী উজানের ঢল
একদিন আমাকে সে ঠেলে দেয় ভাটির স্রোতে
সন্তাপ ভুলবার বহু বহু আগে
আমার কান্নার জল মিশ খায় কালনীর জলে।
তারপর ভেসে যাওয়া উন্মূল হিজলের মতো
ডুবোচরে থেমে গেলে কদাচ
গাঙচিল জিরোয় বসে, বিষ্ঠা ছাড়ে পরম সুখে।

সমুদ্রের নোনাজলে হারাবার আগে একবার
মনে পড়েছিল স্বপ্নের ঘোরের মতন
একটাই সুরমা ছিল জাদুকরী জাল
অমোঘ আসন ছিল একান্ত আমার।
এখন বিন্যাস করি পরাস্ত প্রতীতি
আদিগন্ত কুয়াশার জালে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Bulu Hossen একদিন আমাকে সে ঠেলে দেয় ভাটির স্রোতে সন্তাপ ভুলবার বহু বহু আগে আমার কান্নার জল মিশ খায় কালনীর জলে।
পড়েছেন, ভাল লাগল। অনেক ধন্যবাদ।
মোঃ মাইদুল সরকার সুন্দর।
অনেক ধন্যবাদ।
অথই মিষ্টি মন্দ নহে , অপূর্ব বটে ...
বাঁচালেন বটে। অনেক ধন্যবাদ।
Muhsin Ahmed বড় ভালো লিখলেন।
অনেক অনেক ধন্যবাদ।
রবিউল ইসলাম চমৎকার লিখেছেন স্যার ????
অনেক ধন্যবাদ।
মাসুম পান্থ চমৎকার
অনেক ধন্যবাদ।
ফয়জুল মহী নিটোল ভাবনায নিপুণ কলমের লিখনশৈলি। ভালো লাগা এবং ভালোবাসা নিবেদন করলাম।
অনেক অনেক ধন্যবাদ।
বিষণ্ন সুমন অসাধারণ ভাই। কি করে এমন লিখেন ?
জানি এমনটি আপনিই বলবেন। আমার পাওনা এটুকুই যে আপনি পড়েছেন। অনেক ধন্যবাদ।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

সুরমাই আপন ছিল বড় কিন্নরকণ্ঠ ছিল জাদুমাখা তার: বার বার ছুটে গেছি ছোঁব বলে অবগাহনের ছলে বার বার মেখেছি গায়ে পলি আর বালি।

১৯ নভেম্বর - ২০১৭ গল্প/কবিতা: ১৬১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪