সময়ের ঝুল

ভয় (সেপ্টেম্বর ২০২২)

Jamal Uddin Ahmed
  • ২৩৪
সবই গেছে, সবই নিয়েছ গুটায়ে
আলগোছে, সন্তর্পণে –
ধূসর আলোয়, কখনও ছাই-আঁধারে।
নিয়ে গেছ উল্লসিত হৃদপিণ্ডের দুলুনি
স্নায়ুছেড়া অধৈর্য প্রতীক্ষার পহর
প্রথম উদ্ভাসের ঠোঁটচাপা হাসি।

বেঁধে নিয়েছ শাড়ির আঁচলে
পুষ্পিত সমগ্র উচ্ছ্বাস আর
স্পর্শের উষ্ণ বিমোহন
নিয়ে গেছ বিচ্ছুরিত কথার ফুলঝুরি
ঝাউবন, খুঁটে ফেলা অগুনতি দুর্বার ডগা
পুচ্ছ-দোলানো বুলবুলির কুটিল শিস।

তুলে নিয়েছ গরম কফির ধোঁয়া
ঝালমুড়ি চীনেবাদাম ফুচকার মুচমুচ;
বিকেলের পদ্মপুকুর, কাশঢাকা নদীকূল
হাতীরঝিলের কম্পমান শরতের আকাশ
ক্রিসেন্ট লেকের সাঁঝের সোপান;
এবং ঠোঁটের যত বেখেয়ালি লাল ছোপ।

যায় সবই মৃদু পায়ে – তোমার মতন,
রোদ যায় মেঘ যায়, বায়ু ও জল
যায় সকাল দুপুর সন্ধ্যা ও রাত
দিনশেষে ঘরে যায় শহরের ভিড়।
পড়ে রয় সময়ের ঝুল শুধু
পাঁজরের শূন্য খাঁচায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাসুম পান্থ খুব ভালো লাগল বলেই ভোট দিলাম।
ভালো লাগেনি ১৬ সেপ্টেম্বর, ২০২২
ধন্যবাদ। আপনি পড়েছেন, এতেই আমি ধন্য।
ভালো লাগেনি ২২ সেপ্টেম্বর, ২০২২
জয় শর্মা (আকিঞ্চন) পড়ে রয় সময়ের ঝুল শুধু পাঁজরের শুন্য খাঁচায়। অনেক শুভকামনা। ভোট রইল দাদা'ই।
ভালো লাগেনি ১৪ সেপ্টেম্বর, ২০২২
অনেক অনেক ধন্যবাদ, মনোযোগী পাঠক।
ভালো লাগেনি ১৯ সেপ্টেম্বর, ২০২২
মোঃ নুরেআলম সিদ্দিকী যায় সবই মৃদু পায়ে – তোমার মতন, রোদ যায় মেঘ যায়, বায়ু ও জল যায় সকাল দুপুর সন্ধ্যা ও রাত দিনশেষে ঘরে যায় শহরের ভিড়। পড়ে রয় সময়ের ঝুল শুধু পাঁজরের শূন্য খাঁচায়। অনেক শুভ কামনা দাদাভাই।।
ভালো লাগেনি ১৪ সেপ্টেম্বর, ২০২২
অনেক অনেক ধন্যবাদ।
ভালো লাগেনি ১৯ সেপ্টেম্বর, ২০২২
মোঃ জহিরুল ইসলাম ভোট রইলো, আমার পেইজে আমান্ত্রণ
ভালো লাগেনি ১ সেপ্টেম্বর, ২০২২
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ভালো লাগেনি ৩ সেপ্টেম্বর, ২০২২

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কবিতায় বিচ্ছেদের আবহ তৈরি করার মাধ্যমে অন্তে পুরো এক শূন্যতার বিবর সৃষ্টির প্রয়াস পাওয়া গেছে।

১৯ নভেম্বর - ২০১৭ গল্প/কবিতা: ১৫১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "নগ্নতা”
কবিতার বিষয় "নগ্নতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৪