নিঃসঙ্গ পরিক্রমণ

একাকীত্ব (জুন ২০২১)

Jamal Uddin Ahmed
  • 0
  • ৫৬
অবশেষে হেঁটে যেতে হয় একান্ত একাকী
পেছনে ফেলে কোলাহল –
পথের দুপাশে সবুজের সারি, আধফোটা ফুল
শালিক দোয়েল আর ফিঙের অস্থির পুচ্ছ
দুহাতে দুভাগ করে সমাগম
নিজেকে ঠেলতে হয় নিজের দেহ – একাকী।

বিপুল সমাবেশের যবনিকার ওপারে কোনো
হুঙ্কার নেই, নেই যূথবদ্ধ হাত -
প্রতিজ্ঞার দৃপ্ততা কিংবা স্বপ্নের রং সব
যেন এক স্বচ্ছ গেলাস – ভরপুর শূন্যতায়।

ফিরে যায় সকলেই সমারোহ শেষে
আপন ভুবনে – প্রকোষ্ঠের নিঃসাড় বলয়ে।

নিজের উনুনে পুড়ে পুড়ে দিনশেষে একা
দিগন্তে হারিয়ে যায় দাপুটে সুরুজ –
বলে না কেউ ‘আহা, সে যায় চলে হায়!’
কেউ হয় না সাথী তার।

দুহাতে জোছনা বিলায় নির্বন্ধু যুবতী চাঁদ
কেউ নেই পাশে – অভিমানে আত্মঘাতী হয় একদিন।

অবশেষে আপন অঙ্গে মেখে সুখের রেণু
দুঃখগুলো পুরে দিয়ে পাঁজরের ভাঁজে
একা বসে গুনতে হয় সময়ের পল –
পাঠশেষে স্বপ্নের বেজোড় নামতা
একাকী চুকাতে লেনদেন সকল:
হাসি আর কান্নায় পাতা রয় একারই আসন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী চমৎকার উপস্থাপন করেছেন বেশ ভাল লাগলো।
অনেক অনেক ধন্যবাদ।
Dipok Kumar Bhadra সুন্দর লিখেছেন।
অনেক অনেক ধন্যবাদ।

১৯ নভেম্বর - ২০১৭ গল্প/কবিতা: ১৬১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪