উপত্যকার অজ্ঞাত অর্কিড-মালঞ্চ থেকে
দুঃখ গুলো নেমেএল জঙ্গলে জঙ্গলে দৃশ্য আর অদৃশ্যের
মাঝামাঝি গিরিপথ ধরে -
কাল কাল পিপীলিকার অদম্য মিছিল।
হায়, কেমন বেমক্কা বিভীষিকা!
গঙ্গা ফড়িঙের ডানায় আর্দ্র নিশ্বাস ফেলে
বিষন্ন বিস্তৃত শুয়ে থাকে যাতনার নীল।
বেদনার আঙুর ফল ঝুলে থাকে বাদুড় হয়ে
অশ্বত্থের ধূসর শাখায়–
তারপর এক অমারাতে বৃন্তচ্যুত হয়
হুতোম পেঁচার নিশুতি কাঁপানো নির্ঘোষে।
ক্রমশ ছিন্ন হয় নিদ্রার ঝালর
স্নিগ্ধ উষার দুয়ার ভাঙে সংকট -শকট।
হাহাকার মৃদঙ্গ বাজায় দিবা-রাত্রি গলিতে ও মাঠে:
কিছু শুন্যতা রয়েযায় দুপুরের ঘুঘুর কাছে
কিছু যায় চলে মাঝ রাতের ডাহু কের ডেরায়।
চেতনার তন্ত্রী জুড়ে অদৃশ্য ছায়ার পদধ্বনি -
আশা ডোবে জলে, হতাশা মেলে ডানা গাঙচিল হয়ে;
কষ্টের কালশিটে জমে পরতে পরতে
জংধরা সুখের তোরঙ্গে।
“জানুয়ারী ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জানুয়ারী, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলী