ঘুমোবার আগেই আজ এলোমেলো
উড়ে আসে স্বপ্নের ঝাঁক - খাপছাড়া
অনুর্বর ম্যাড়ম্যাড়ে বিকলাঙ্গ বিবশ;
চোখের গোলক জুড়ে খাবের তাবির।
যেখানে দাঁড়িয়ে আছি এ যে শেষ সীমারেখা
এরপর যাওয়া নেই, এর থেকে ফেরা নেই
এখানে দাঁড়িয়ে থাকা, এখানেই গড়িয়ে পড়া
এখানেই অব্যর্থ লয় - বেওয়ারিশ।
জটবাঁধা পথগুলো গড়ায় দিশাহীন
কেউ নেয় অন্তের খোঁজ, কেউ যায় অনন্তে;
কেউ ঠিকানা পায় অজানার দেশে
কেউ হারায় পথ জটহীন পথে।
ভুলে যাবার আগে আপন ঠিকানা
স্বজনের মুখে ভাসে অচেনা ছায়া -
কে ছিল, কখন, কার, কবে থেকে,
কে যায় কোথা, এ-কি আমি, আমরা কোথায়?
ভয়ঙ্কর পরিপাটি পৃথিবীর মুখ - ছুঁতে মানা,
এ যেন আমার নয়, ছিল না কখনও -
আমি যেন পরিযায়ী বিপন্ন এক প্রাণী
কেউ রাখেনি আমার ভ্রমণবৃত্তান্ত।