এ যুগের নারী

রমণী (ফেব্রুয়ারী ২০১৮)

sahana parveen
আগে আমার শুধু দুটি চোখ ছিল
এখন অনেকগুলো..
জটিল চোখ,কুটিল চোখ, কঠিন চোখ, উদার চোখ,
নব নব বিস্ময় আমার অন্তর্দৃষ্টিকে বিষ্মিত করে।

আমি পরিবার চিনি,সমাজ চিনি, দেশ চিনি,বিশ্ব চিনি
কোন্ কঠিন বাহু আমার পথকে আগলে দাড়ায়?
আমার উদ্যম গতিকে যারা গতিময় করে
আমি তাদেরই একজন।

আমি যন্ত্র কিন্তু যন্ত্রের নই, আমি পেশার কিন্তু বিক্রিত নই।
আমি যেখানেই থাকি আমি আবদ্ধ নই।
পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত শব্দটি আমায় টানে না
পথে,ঘাটে,মাঠে,বাটে শব্দটি শত হাজার লক্ষ বার দেখি
তারপরও আমার আর একটি চোখ অহরহ সবখানে
খুঁজে ফেরে তাকে।

আজ ২৪ জানুয়ারী ২০১৮। এখন রাত একটা।
ঠিক এ মুহূর্তে রিমেমবারিং লেখা প্রফাইলটিতে
তোকে খুঁজছি বার বার।
চোখে আমার লাভা অশ্রু আর শরীরটা...
তোর ফ্যানে ঝুলন্ত শরীরের মত নিস্তেজ।
একমাস ক্লাসে কেন আসেসনি তাও জানাসনি
তোদের লাল গাড়িটার সামনে তোর বিমর্ষ ছবিটি কি যেন
আবিষ্কার করে আমার আর একটি চোখ।

তোর পড়ন্ত বেলার জীবন্ত ছবিগুলো এখনোও শোভা পাচ্ছে আর্ট গ্যালারিতে, কিছুদিন পর শোভা পেত অস্ট্রেলিয়ায়। পত্রিকার হেডলাইন হয়ে আসতো এদেশের ছোট একটি মেয়ের বড় একটি কৃতিত্ব! অথচ আজ
কোনো পত্রিকার চোখে পড়েনি তোর মৃত্যু রহস্য
কতই বা ছাপাবে তারা এত এত মৃত্যু,অপমৃত্যু!

জানিসতো মৃত্যু এখন মাতাল মানুষেের মত কাউকে কোনো রিএ্যাকশন করে না। জাতীয় শোক দিবসগুলোতেও এখন পিকনিক হয়,জন্মদিন হয়।

রক্ত মাংস খেয়ে ফেলে দানবের দুটি হস্ত একটি শরীর থেকে
কেমন করে হৃৎপিন্ড কলিজা তুলে আনে।।
তোর আঁকা এই চিত্রটি একাধিকবার আসছে তোর প্রফাইলে।
যুগের হয়েও যুগকে না চেনার ব্যর্থতা আর কত?

আমার নিরাপদ জায়গাটি অনিরাপদ হলে আমি অন্য কোথাও আমার নিরাপদ অবস্থান খুঁজি বেড়ায়।
সেখানেও স্বস্তি না হলে অন্য কোনো খানে।
সেখানেও না হলে কল্পলোকে বা মঙ্গলগ্রহে।
আমি হার না মানা এক নতুন যুগের।
তুই কেন নয়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী কবিতা বেশ দারুণ হয়েছে, কিন্তু আপনি দু'টো ভাগ করলেন কেন? ১ম ভাগের ইতি টেনে কবিতাটি যদি সমাপ্ত করতেন, তাহলে আরও চমৎকার একটি কবিতা পাইতাম মনে হয়। যাক গে, শুভকামনা রইল....
ভালো লাগেনি ১১ ফেব্রুয়ারী, ২০১৮
ম নি র মো হা ম্ম দ জানিসতো মৃত্যু এখন মাতাল মানুষেের মত কাউকে কোনো রিএ্যাকশন করে না। জাতীয় শোক দিবসগুলোতেও এখন পিকনিক হয়,জন্মদিন হয়। ।।ভাল লাগল..ভোট আর শুভ কামনা রইলো, আসবেন আমার পাতায়।
ভালো লাগেনি ১০ ফেব্রুয়ারী, ২০১৮
সুমন আফ্রী আগে আমার শুধু দুটি চোখ ছিল এখন অনেকগুলো.. জটিল চোখ,কুটিল চোখ, কঠিন চোখ, উদার চোখ,/////// ভালো লাগলো। আবেগের যথার্থ উন্মোচন। গদ্য ছন্দে লেগেছে বেশ। শুভকাম্অনা কবির প্রতি। আমার পাতায় আমন্ত্রণ আপনাকে...
ভালো লাগেনি ৮ ফেব্রুয়ারী, ২০১৮
মামুনুর রশীদ ভূঁইয়া স্বাগতম নবীন কবি। প্রথম কবিতা হিসেবে অসাধারণ। লেখালেখিতে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কবিতার শব্দগুলো কখনো কবির আবেগকে অতিক্রম করে ছুটে পালাতে পারেনি; দিয়েছে পাঠক হৃদয়ে দোলা। ভালো লাগল অসম্ভব সম্ভাবনাময় কবিতাটি। পছন্দ, ভোট ও শুভকামনা রইল। সময় পেলে আমার ‘ভয় ফ্রেন্ড’ ও ‘রমণী রমণ মন’ পড়ে মন্তব্য জানালে অনুপ্রাণিত হবো। ভালো থাকবেন।
ভালো লাগেনি ৩ ফেব্রুয়ারী, ২০১৮

০৫ নভেম্বর - ২০১৭ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪