প্রেম হবে রবের সনে

ভালোবাসার গল্প (ফেব্রুয়ারী ২০২০)

মাহদী হাসান ফরাজী
  • ১৭
  • ৭১
প্রেম দিয়ে যায় স্বর্গ কেনা
ঠায় পাওয়া যায় অন্তরে
প্রেম সূচনার পর্ব চেনা
তাই হ‌ওয়া চাই মন্থরে।

কার সনে মন প্রেম করিবে?
কার সুধা পান দিল ভরে?
কার প্রেমে মন তাজ গড়িবে?
কার সুরে প্রেম ফুল ঝরে?

প্রেম হবে খুব প্রভুর সাথে
শেষ রজনীর ডাক থেকে
প্রেম হবে ফের নবীর সাথে
এই দিলে তার নাম এঁকে।

রব দিয়েছেন প্রেমের চিঠি
কুরআন মাজীদ বান্দাকে
চমকাবে সে-ই হৃদয় ঘাঁটি,
দাও ছেড়ে পাপ, দান্দাকে।

সলাত সিয়াম হজ্ব ও যাকাত
আর কালিমায় দ্বীন জুটে
জিহাদ কিতাল হানলে আঘাত
ফের তাগুতের দিল টুটে।

প্রেম বিধাতার প্রেমের টানে
প্রেমবিরোধীর রাজ ছুটে
প্রেম সাগরের ঢেউয়ের তানে
প্রেম প্রিয়দের সাজ ফুটে।

প্রেম বিধাতার প্রেম স্মরণে
যে-ই পায়ে শির দেয় লুটে
সে-‌ই খাঁটি, তার শেষ শরণে
নেই ভাবনাও আর মোটে।

ফজর যোহর আছর আরো
মাগরিব এশা দিন প্রতি
নফল কিয়াম পারলে বাড়ো!
শেষ আঁধারে ঠিক জ্যোতি।

শেখ সাদী প্রেম পাইতে রবের
নির্জনে ঘুম ত্যাগ দিলো
ধ্যান সাধনায় ধৈর্য সবুর
অর্জনে মন পাক হলো।

বাঁধ খুলে দাও শুদ্ধ প্রেমের
আর্জি জানাও কান্নাতে
খিল এঁটে যাও নষ্ট প্রেমের,
সুখ ভাগে নাও জান্নাতে।

প্রেম করে যাও প্রভুর সাথেই
এই জনমেই দিল থেকে
খুশ হবে মন প্রতি রাতেই
জান্নাতী শ্রী হুর দেখে।

প্রাণ দিয়ে দাও রবপ্রীতিতেই
ঠাঁই পাবে ঢের সর্গতে
খুব লড়ে যাও সৎনীতিতেই,
সফল প্রেমের বরকতে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এস জামান হুসাইন বাঁধ খুলে দাও শুদ্ধ প্রেমের আর্জি জানাও কান্নাতে খিল এঁটে যাও নষ্ট প্রেমের, সুখ ভাগে নাও জান্নাতে। । ভালো লাগল । ভোট রইল । আসবেন আমার কবিতায়।
ভালো লাগেনি ২১ ফেব্রুয়ারী, ২০২০
মাহদী হাসান ফরাজী মোঃ আল আমিন ভাই আপনার ভালোবাসাময় দোয়া পেয়ে আজ আমি অনেক অনেক আনন্দিত। আল্লাহ আপনার দোয়া কবুল করুন আমিন। আর আপনার জন্যও র‌‌ইল আমার পক্ষ হতে আন্তরিক প্রীতি ও দোয়া। আল্লাহ পাক আমাদেরকে তার ভালোবাসা পাবার উপযুক্ত করে তুলুন।
ভালো লাগেনি ১৮ ফেব্রুয়ারী, ২০২০
মাহদী হাসান ফরাজী Omor Faruk আপনার কমেন্টে অনেক অনেক অনুপ্রাণিত হলাম ভাই। আপনার জন্য রইল আন্তরিক প্রীতি। ????????????
ভালো লাগেনি ১৮ ফেব্রুয়ারী, ২০২০
Omor Faruk ভোট না দিয়ে পারলাম না , আপনি যা বলেছেন আজ কাল অন্য কেউ এই কল্পনা করতে পারে না
ভালো লাগেনি ১৬ ফেব্রুয়ারী, ২০২০
মোঃ আল-আমিন মোল্লা ভাই আপনার কবিতাটা আমার কাছে অসাধারণ লেগেছে । মহান করুণাময় আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাকে এমন এমন কবিতা লেখার আরো তওফিক দান করেন। অসাধারন ক্যাটেগরিতে ভোট করলাম
ভালো লাগেনি ১৫ ফেব্রুয়ারী, ২০২০
আবির সাকিব ভাল হয়েছে কবি।
ভালো লাগেনি ১৪ ফেব্রুয়ারী, ২০২০
মোঃ জসিম উদ্দিন দারুন কবিতা
ভালো লাগেনি ১০ ফেব্রুয়ারী, ২০২০
Valobashar Kotha অসাধারণ সুন্দর
ভালো লাগেনি ৮ ফেব্রুয়ারী, ২০২০
মাহদী হাসান ফরাজী জাযাকাল্লাহ ভাইয়া
ভালো লাগেনি ৪ ফেব্রুয়ারী, ২০২০
মোঃ নুরেআলম সিদ্দিকী সৃষ্টিকর্তার সাথে প্রেম করলে নিশ্চয়ই জান্নাত পাওয়া যাবে। শুভ কামনা ও ভোট রইল।।
ভালো লাগেনি ৩ ফেব্রুয়ারী, ২০২০

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

প্রতিযোগিতার বিষয় হল ‘প্রেম’। আর প্রেম হতে পারে সবাই সাথেই, যেমন- প্রকৃতির প্রেম, ফুলের প্রেম, মানবের প্রতি প্রেম, সৃষ্টি কিংবা স্রষ্টার প্রতি প্রেম। আর মূলত কার সাথে প্রেম হ‌ওয়া উচিত তা আমার কবিতায় উল্লেখ করেছি। তা হল সৃষ্টিকর্তা রবের সাথেই আমার প্রেম হ‌ওয়া উচিত। তাহলেই আমাদের জীবন হবে সুখময়। এভাবেই বিষয়ের সাথে আমার কবিতার সামঞ্জস্য হয়েছে।

৩০ অক্টোবর - ২০১৭ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪