ত্যাগের ঠিক উল্টোতে থেকে যাই পাশে

স্বাধীনতা (মার্চ ২০২০)

Shahadat Hossen
  • ৫৫
বসন্তী তুমি ঠিক মেঘ হয়ে উড়ে যাও
আকাশের স্তর ঘেষে,
পথের বিক্ষিপ্ত বালুকণায়
পথ-পথিকের উত্তপ্ত দীর্ঘশ্বাস
কতটা জায়গা নিয়েছে
তোমার প্রতিটা হৃদস্পন্দনে!

বসন্তী তোমার চোখে ছলনার দিব্যি রেশ
তবে ভালোবাসা কি ছিলো,
তুমি ঠিক অন্যরকম
দেয়ালের ওপার ঠিক ভালোবাসা টের পাও নি!

বসন্তী আকাশ না হয় মাঝে মাঝে গর্জে ওঠে
মাঝে মাঝে না হয় চন্দ্র-সূর্যকে ত্যাগ করে
কখনো কখনো দেখা যায় আঁধার রাতের অমাবস্যা
তবুও আকাশ কি আলোকে ভুলে যায়,
চাইলেই কি ভুলে যাওয়া যায়
চন্দ্র ছাড়া আলোহীন এক বিধ্বস্ত কুটির বুকে নিয়ে!

বসন্তী আমিও ঠিক এর উল্টো না
গুমরে মুচরে হাঁটতে জানি
কিছুটা পথ কাঁদতে জানি
কিছুটা জল ঢাকতে জানি!

বিসর্জিত না বিশুদ্ধতায়
ত্যাগহীন চাই সংযুক্ততায়,
এর ঠিক বিপরীতে নিদ্রাহীন রাতের কোকড়ানিতে
আলোহীন এই অন্ধগলিতে
তবুও তোমায় চেয়ে বসি রোজ
চন্দ্র-তাঁরার ঠিক একপাশে!

তবুও না হয় আমি থেকে যাই অপরাজিত
তোমাকে ভালোবাসবো বলে যাই রোজ
খুঁজে যাই ঠিক না পাওয়ার উল্টো খামে,
তবুও বলে যাই রোজ প্রিয়
যেখানে ভালোবাসার নাম অপূর্ণ!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Neerob ভালবাসার নাম অপূর্ণ। আমার পাতায় আমন্ত্রণ।
মোঃ নুরেআলম সিদ্দিকী বিরহের খুব সুন্দর একটি লেখা। ভালো লাগা রইল ভাই।। শুভ কামনা ও ভোট।।
ফয়জুল মহী চমৎকার উপস্থাপন,পাঠে মুগ্ধতা রেখে গেলাম।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কবিতাটিতে মূলত ভালোবাসার এক অনন্য প্রকাশ ফুটিয়ে তোলার প্রচেষ্টা। যে ভালোবাসা কারো অবহেলা,দূরে সরিয়ে দেওয়াকে মেনে নেয় না। হয়তো একপক্ষ থেকে ভালোবাসা ঠিক জোট বাঁধেনা যেখানে না দু'জনের সংযুক্ততা নেই! যেখানে ভালোবাসা মানে বিচ্ছেদ বিসর্জন কিংবা প্রিয়জনের দূরে সরে যাওয়া,সেখানে কয়জনই-বা পারেন এর উল্টোপথে পাওয়ার আশা না করে ঠিক তাকে ভালোবেসে যেতে! রোজ রোজ কয়জনই-বা পারেন প্রিয়জনের ত্যাগকে উপেক্ষা করে ঠিক এর বিপরীতে অপূর্ণতায় হাতছানি দিয়ে ভালোবাসি বলে যেতে।

১৭ অক্টোবর - ২০১৭ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“জানুয়ারী ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জানুয়ারী, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী