কষ্টেরা সব আম্ফান হয়ে
উপকূলে দেয় হানা,
ভাঙ্গে হৃদয়ের বেড়িবাঁধ
সুখ পাখির আসা মানা।
আম্ফান আসে, আইলা আসে
অশ্রুরা দুচোখ ভাসায়,
একে একে সব চলে যায়
নিরবে স্মৃতি কাঁদায়!
নিয়তির খেলা, রঙ্গ মেলা,
গরীবের ধন মাঝে,
নিত্য পাপে পাপী নাচে,
ফিরবে সে কোন সাঁঝে?
করোনা কাড়ে করুণা ,
বেখেয়ালীর হাসি!
স্বজন হারানো বেদনা
ফেনা রাশি রাশি ।
সারি সারি লাশের মিছিল
মৃত্যু চিকিৎসা বিনে!
গরীবের অধিকার কেড়ে
তুষ্ট কোন হৃদয়হীনে?
চোখের পাতা মিলে না কো
কাদা মাখা মলিন মুখ,
অভয় দিয়ে বলেন প্রভু,
"কষ্টের সাথেই আছে সুখ।"
সারি সারি লাশের মিছিল
মৃত্যু চিকিৎসা বিনে!
গরীবের অধিকার কেড়ে
তুষ্ট কোন হৃদয়হীনে?
“জানুয়ারী ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জানুয়ারী, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলী