মিলন হবে কত দিনে!

একটি বিয়ে (আগষ্ট ২০১৯)

এস জামান হুসাইন
  • ৪১৭
চাতক পাখি বৃষ্টির তরে হাজার প্রহর জাগে,
মৌমাছিরা মধু খেতে ছুটে কুসুম বাগে।
লক্ষ কোটি প্রভাত প্রহর গুনে সূর্য মামার,
আলোর আশায় জেগে থাকে রাতের আঁধার।
পৃথিবী মাধ্যাকর্ষন বলে সব কাছে টানে,
গোধূলি বেলায় মা পাখি উড়ে নীড়ের পানে।
পাহাড় চায় ঝর্ণা ধারা বহুক অনন্ত ধারায়,
মেঘেরা চায়, মেঘে মেঘে ঘর্ষণ, বিদ্যুত চমকায়।
জোয়ার ভাটাকে টানে, ভাটা জোয়ারকে টানে,
প্রজাপতি ফুলে ফুলে উড়ে ফুলের ঘ্রাণে।
শিশু মায়ের কোল নিরাপদ জেনে আঁকড়ে ধরে,
কোন জাদুতে গ্রহ তারা ব্লাকহোলে ছিটকে পরে?
চোখের পাতা জোড়া এক সাথে হয় মিলন গানে,
ব্যকুল হয়ে ছুটে নদী সদা সাগর পানে।

ভবের মায়া সাঙ্গ হলে, মিলবে তোমার দেখা,
সেই আশাতে, সেই নেশাতে ইতি টানে রেখা।
তোমার মিলন, তোমার দেখায় শান্তি আনে মনে,
কপোল ভিজাই, প্রভূ! মিলন হবে কত দিনে!

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এস জামান হুসাইন ধন্যবাদ শ্রদ্ধেয় কবি নুরেআলম।
মোঃ নুরেআলম সিদ্দিকী ভবের মায়া সাঙ্গ হলে, মিলবে তোমার দেখা, সেই আশাতে, সেই নেশাতে ইতি টানে রেখা। তোমার মিলন, তোমার দেখায় শান্তি আনে মনে, কপোল ভিজাই, প্রভূ! মিলন হবে কত দিনে! অনেক শুভ কামনা ও ভোট রইল।।
এস জামান হুসাইন ধন্যবাদ ও শুভকামনা রইল প্রিয় দুই কবির জন্য।
রুহুল আমীন রাজু বেশ ভালো লেগেছে। অনেক শুভকামনা।
আশরাফুল আলম আল্লাহ আপনার মনের ব্যাকুলতা কবুল করুন।আ- মিন। হে প্রিয় কবি।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

মিলন অর্থ দেখা হওয়া, সাক্ষাৎ, মিলিত হওয়া। যিনি আমাদের সৃষ্টি করেছেন আমরা তাকে দেখিনা। এই চর্ম চক্ষু দিয়ে দেখা সম্ভবও না। মৃত্যুর পর তাকে দেখা যাবে এবং সকলের এই কামনা থাকা উচিৎ। বিষয়ের সাথে সাদৃশ্য রেখে এই কামনা প্রকাশিত হয়েছে উক্ত কবিতায়।

০৭ অক্টোবর - ২০১৭ গল্প/কবিতা: ৭৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪