ঘুম জড়ানো রাতটা ঘিরে একলা জেগে রই,
রোজ প্রভাতে প্রথম আলোয় স্বপ্ন তুমি কই?
আসবে ফিরে কোন প্রহরে, অপেক্ষাতে রই।
জানবে হঠাৎ জগৎ ছেড়ে ছুটছি বহুদূর।
পড়বে মনে সেই দিন হয়তো, নাম না জানা অচিন বাঁকে।
অপেক্ষাতে রই। স্বপ্ন তুমি কই?
ঐ যে দেখো দূর আকাশে জ্যোৎস্না দেখা যায়।
এই পারেতে ঘোর আঁধারে কান্না চাপা হয়।
প্রথম ফোঁটা পদ্মে যেমন আনন্দ ছড়ায়,
আমার মাঝে তেমনি জানো দুঃখ লালন হয়।
বুঝবে বলো কী আর তুমি ক্লান্ত বেদন,
মন ভাঙ্গে যার স্বপ্ন ঘোরে কল্পনা সাজায়।
মৃত্যু যদি হয় নিকটে, স্বপ্ন তোমায় চায়।
লাশটা কী আর খুঁজবে তুমি, ফুটপাতে ঐ ভিখারির মাঝে
সে তো আমার মিথ্যে স্বপন, তবু অপেক্ষাতে রই।
সত্যি করে বল তবে স্বপ্ন তুমি কই?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।