ইরানী আপু

ভৌতিক (সেপ্টেম্বর ২০১৭)

Dripto Sarder
  • ৪০
অনেক বেশী লোভনীয়। খাওয়ার কথা ভুলেই যাই।কত রাজার গল্প, কত পরীর গল্প কত হাসি,মজার গল্প তার শেষ নেই কোন।সামনেই প্রথম সাময়িক পরীক্ষা তারপরে গড়মের ছুটি সবার মধ্যে উৎসব,উৎসব কে কোথায় বেড়াতে যাবে তার ভাবনা আমার কিচ্ছুই ভাললাগছেনা কারণ ইরানী আপুর গল্পগুলো শোনা থেকে যে কিছুই ভাল লাগে না আমার।ইরানী আপু সবসময় হাসিখুশি একখানা হাসির আভা লেগে আছে তার মুখে।কিন্তু আজ মুখখানা বড্ড মলিন কোন হাসি নেই মুখে সেই সকাল থেকে একটা কথাও বলে নি।হঠাৎ দিদিমণি ক্লাসে এসে বিজ্ঞান পড়া ধরলেন ক্লাসে কেউই ভাল করে পড়া পারল না কিন্তু আশ্চর্য ইরানী আপু যে ঠিক করে বাংলা দেখে পড়তে পারে না সে গরগর করে সব পড়া বলে দিল।আমি অবাক।ক্লাস শেষে ব ললাম "আপু আপনি তো আজ ম্যাজিক দেখালেন"সে কিচ্ছু উত্তর দিল না অথচ অন্যদিন এমন কিছু বললে সে হেসে লুটোপুটি খেত।টিফিন পিরিয়ড এলে গল্প শুনতে গেলে বড্ড বিরক্ত হল।আমি তবু তাকে জোর করতেই খুব ক্ষেপে গেল।আমি কি বলব বুঝতে পারছিলাম না।হঠাৎ জোড়ে একটা চিৎকার শুনলাম আর মুহুর্তেই দেখলাম ইরানী আপু গাছের একদম ওপরে ওই কাটাওয়ালা গাছটাকে এলোমেলো ভাবে কামড়াচ্ছে, চোখদুটো টকটকে লাল।যে ইরানী আপু বরই গাছ দিয়ে কাটার ভয়ে খেত না সে গাছের ওপরে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। জোরে, জোরে গান গাইছে দেখলাম।বাকী সবাই দৌড়ে ক্লাসের মধ্যে চলে গেল আমিও গেলাম সবার সাথে।সবাই চুপ পুরো।স্যার,দিদিমণি সবাই হতবাক।হঠাৎ সবার নিরবতা ভেঙে দৌড়ে এসে ইরানী আপু জোড়ে কাঁদতে শুরু করল মাথা টেবিলের সাথে ঠেকিয়ে কিন্তু সবাই অবাক এ কান্নার গলা একদমই তার নয়।সবাই চুপ পুরো। হঠাৎই সে আবার হেসে উঠল তার নিজের গলায় আর বলছে এত মানুষ সব কিজন্যে সে বুঝতেপারছে না। আমাদের হেডস্যার আর কিছুনা বলে সেদিন ছুটির নির্দেশ দিলেন। পরের দিন যথা রীতি আবার স্কুল শুরু হল কিন্তু সব জায়গায় একটা থমথমে ভাব।আজ ইরানী আপুকে আর দেখলাম না ভাবলাম বুঝিবা কাল বেশী অসুস্থ ছিল।দুটো ক্লাস হয়ে যাওয়ার হঠাৎ কোথাথেকে স্কুলড্রেসছাড়া একটা ছেড়া,আধময়লা জামা পরে এলোমেলো চুলে কোথা দিয়ে হঠাৎ এলেনআর ক্লাসের সব ছেলেরা হাসতে শুরু করল ছুটি দিতে এসেছে,পাগল এসেছে এই বলে।স্যার সবাইকে থামিয়ে দিলেন। সে চুপ করে শেষ এক বেঞ্চে বসে পড়ল।এর মধ্যেই টিফিন পিরিয়ডের ঘন্টা বাজতেই সে দৌড় দিয়ে বরই গাছের কাছে গেল। সে আজ একলাফে এমন করে সুপারম্যানকে বা ম্যাজিশিয়ানদের গাছে ওঠার কথা পড়েছি।কিন্তু এ কি!!!তবু আমারকি হল আমি বললাম আজ গল্প শোনাবেননা আপু?সে আরক্ত চোখে জোড়ে চিৎকার করে দিয়ে বলল "সব খেয়ে ফেলব" বলার সাথেই একঝটকা বাতাসে মনে হয় পাশের একটা ডোবায় পরে গেলাম। এর পরে আর কিছু মনে নেই চোখ খুলে দেখি মা বাবা দুপাশেবসা মধ্যে আমি বাবা আমার দিকে তাকিয়ে বলল "কেমন লাগছে" আমি নিজের অজান্তেই মুখ দিয়ে বলে ফেললাম "ইরানী আপু গল্প শোনাবেন না??"
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ মোখলেছুর রহমান গল্পের শিরনামটাই একটা গল্প,কিন্তু ভিতরে তেমন কিছু পাওয়া গেলনা।চর্চা অব্যাহত থাকুক এই প্রত্যাশা।
ভালো লাগেনি ৯ সেপ্টেম্বর, ২০১৭

২৫ আগষ্ট - ২০১৭ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“জানুয়ারী ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জানুয়ারী, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী