প্রতিবাদের স্ফুলিঙ্গ

আন্দোলন (সেপ্টেম্বর ২০২৪)

বিশ্বরঞ্জন দত্তগুপ্ত
  • 0
  • ৫৭
দুপপুর থিক্কেই অপিক্ষায় আছি , তু আসবি বুলে -
আর তু-কিনা ঢুকছিস ঘরটোতে সেই আঁধার রাতটো কইরে !
আরে , আজযে তুর জনম দিন --
ইকসাথে আনন্দ কৈরে কাটাইবো আজের দিন।
লাল শাড়ীটো পৈরে , ঠোঁটটাতে রঙ লাগাইএ ,
মাথায় চুল্লের খোঁপাটোতে বাহারি ফুল গুঁইজে ,
ইকসাথে যাব মোরা " মারাং বুরুর থ্যাইনে " ।
ইটারপরেএ ... , হাঁড়িয়া খাইয়ে , মাদল বাজাইয়ে -
লাজবো মোরা আনন্দিতে সববাই মিলে ইএক সাথে।

নে , নে , ইবার বুল -- তুর জনম দিনটো বুলে আজই ,
" মহাজনটো " তুকে আজ খুব মিঠাই খাওয়াইছে বুঝি ?
সুহাগ কৈরে তুর ব্যাগটোতে অনেক উপহার দিছে কত্ত কি !!
জানিস মরদ , আজ হামার মোনটোতে খুব দম্ভ হৈছে বটে ,
" মহাজনটো " তুকে ভাললোবেসে কততো উপহার দিছে ......
আমি তক্ষন থিকেই বকবকাইছি , আর তু চুপ কেনে বটে ?
তুর কি হুইলো ? দিখা , দিখা - হামাইরে দিখা -
ভাললোবেসে " মহাজনটো " তুকে কি উপহার দিছে !!!

তবে দিক , আজ আমার জনম দিনে --
" মহাজনটো " আমায় কি উপহার দিছে !!!!
হাইই বাপ , ইভাবে তুর সারা পিঠটোতে চাবুক চালাইছে ?
হ্যারে বউ , উযে " মহাজন " আর " গাঁও বুড়া " আছে বটে ,
ঐ দম্ভে সারা গাঁওটাকে শাসন কৈরছে চাবুক মাইরে মাইরে ...
অপরাধ হৈচ্ছে হামার -- শুধুই আজ আমার জনম দিনটোতে ,
দুপপুরবিলায় ছুট্টি চাইছি তুকে লিয়ে আনন্দ কৈরবু বুলে।

ইত্তো বড়া সাহোস হইছে ঐ " গাঁও বুড়া " টোর ,
ভাল মনটো লিয়ে হামরাই বানাইলাম উটোকে " নেততা " -
সেই সুযোগ লিয়ে অন্যাই ভাবে উর পিয়ারের লোক দিয়ে
হামাদেরকেই শাসনটো কৈরছে চাবুক মাইরা , মাইরা।

শুন মরদ , চুপ থাইক্লে চোইলবেক লাই ,
আমরা সববাই ইক জোট হইয়ে যাব উর বাড়ী
উটোকে ভাললো কইরে বুঝাই দিবো -
হামরা তুকে সব্বাই মিলে ইক্কেবারে শেষ কইরতে পারি।

বুঝলি মরদ , চাই আন্দোলন - গণও জাগরণ ,
সারা গ্রামটোর লোক মিছিল কইরে হাতে চাবুক লিয়ে
যাব্য ওই " গাঁও বুড়াটোর " কাচ্ছে ,
ইট্টার পর সব্বাই মোরা উক্কেই চাবুক চালিইবো
হামাদের সম্মিলিত গননোশক্তিটো দিয়ে ,
যেমনি কইরে উ হামাদের চাবুকটো মারে।

তু দিখিস মরদ , ই অনাচার , ই উত্যাচার
চোইলতে পারেক নাই দিনেএর পর দিন --
উর দম্ভই উকে শেষ কোইরবেক ,
আর সেই দিনটো আইসতে আর লাই বেশশিদিন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রবিউল ইসলাম সত্যি বলতে কবিতাটি ভীষণ মর্মস্পশী, বিশেষ করে শেষের লাইন গুলি। সব মিলিয়ে সুন্দর হয়েছে।
ফয়জুল মহী চমৎকার সুপ্রকাশ। মুগ্ধতা রইলো।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

অত্যাচার ক্রমাগত হোতে হোতে একটা সময় মানুষজন এর বিরুদ্ধে গর্জে ওঠে। শুরু হয় আন্দোলন , অত্যাচারের বিরুদ্ধে লড়াই। এই চিন্তা নিয়ে এই কবিতাটি লেখবার চেষ্টা করেছি।

১২ আগষ্ট - ২০১৭ গল্প/কবিতা: ৪৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "গণহত্যা”
কবিতার বিষয় "গণহত্যা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৮ সেপ্টেম্বর,২০২৪