কামনার তৃপ্তি বাসনা নয়

কামনা (আগষ্ট ২০১৭)

সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
  • ৪০
কামনা তুমি তো ছিলে আমার ভালোবাসার প্রথম প্রকাশ,
শৈশবের সেই প্রথম দেখা থেকে আজ কৈশোরের প্রাপ্তকালে,
তুমি আমার হৃদয়ের মাঝের অন্ধকারে এক আশার আলোর প্রকাশ ।
যা কিছু ভালো দেখেছি তোমার,মনের অন্তরালে লুকিয়ে রেখে
কামনার অঙ্গিকারে পাবো বলে,বাসনা ছিল না মনে।

অতৃপ্ত যা কিছু পাওয়ার আশা,প্রত্যহ আমার মনকে বলে,
আগামী দিনের তোমায় আবার পাওয়ার কামনা কথা।
যেন তোমাকে ঘিরে আমার ছোট্ট জগত সম্পূর্ন হবে,
যত অতৃপ্ত,অভিমানের ও আবেগের আজ অন্ত হবে।

ইতিহাস বলে কামনা তুমি যুগে যুগে দিয়েছ সৃষ্টির রসদ,
গড়েছ নিরাশার মাঝে আশার কত খেলাঘর,
তোমাকে নিয়ে যখন জেগেছে বাসনা, মনে গরল বাসা বাঁধে,
কিছু না পাওয়া মনে উঠে এক দুর্বিষহ জ্বালা,দুঃখের ঝড়,
আবার কোথাও জীবনে সফল হওয়ার অনধিকার বলে।

কামনা তো ছিল শুধু ভালোবাসার এক প্রতীক্ষা
কিন্তু বাসনা যে জন্ম দিয়েছে অধর্মের পাপ,
রচেছে মহাকাব্য,সমাপন হয়েছিলো সব অভিসম্পাত
কামনা হল ভালোবাসার আলো,বাসনা তো চিরকাল মিথ্যা।

বাসনা শুধুই ধংস করে ,কামনা তো আনে ভালোবাসা,
তাই কামনা প্রতিষ্ঠা পায়,যেন ধর্ম কামনা আজ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোবিন্দ বীন কামনা তো ছিল শুধু ভালোবাসার এক প্রতীক্ষা কিন্তু বাসনা যে জন্ম দিয়েছে অধর্মের পাপ, রচেছে মহাকাব্য,সমাপন হয়েছিলো সব অভিসম্পাত কামনা হল ভালোবাসার আলো,বাসনা তো চিরকাল মিথ্যা। ভাল লাগল,ভোট রেখে গেলাম।কবিতা পড়ার আমন্ত্রন রইল।
ধন্যবাদ। আমার শুভেচ্ছা নেবেন।
মোঃ নুরেআলম সিদ্দিকী বাসনা শুধুই ধংস করে ,কামনা তো আনে ভালোবাসা, তাই কামনা প্রতিষ্ঠা পায়,যেন ধর্ম কামনা আজ। আপনার ভিন্ন সংলাপ আমার কাছে খুব ভালো লাগলো দাদা। অনেক শুভকামনা সহ ভোট, আর সে সাথে আমার পাতাই আমন্ত্রণ রইল।
ধন্যবাদ। আমার শুভেচ্ছা নেবেন।

২৫ জুলাই - ২০১৭ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“জানুয়ারী ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জানুয়ারী, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী