রুপকথা

ভৌতিক (সেপ্টেম্বর ২০১৭)

দেয়াল ঘড়ি
(তুমি বসে আছ একা, দেখে আমি)

তোমার পাশে এসে বসে
আমি বলছি তোমায় হেসে,
আমি তোমায় ভালবাসি ।

তুমি বললে হেসে,
" আহ! রাখ তোমার মজা । "
তার পর, হেসেই উড়িয়ে দিলে ।

কিই বা হত ক্ষতি
আমায় একটু ভালবেসে নিলে ।

আমি এবার মুখটা একটু করে ভারি
বললাম, "আমি তোমায় ভালবাসি
সে কি ভারি মজার কথা হোল,
যাও তোমার সঙ্গে আমার আড়ি । "

তুমি বললে,
" না, সে তো তুমি রোজই আমায় বল ।
আমিও তোমায় ভালবাসি,
না বললেই কি বা ক্ষতি কি হোল ।"

কিছুক্ষণ চুপটি করে রয়ে
আমি বললাম, "না, সেই ভালবাসা নয় ।"

তুমি বললে,
" ভালবাসারও কি রকম ফের হয় ?"

আমি বললাম,
" হয় বইকি ।"

তুমি বললে,
"বল তবে শুনি,
তোমার মুখে হে গুণী ।"

আমি বললাম, " আমি জানি না কো ।
কেবল জানি আমি তোমায় ভালবাসি,
স্বপ্নে আমি দেখি তোমায়,
তোমায় নিয়েই আকাশে ভাসি
তোমায় নিয়েই বাধব আমি ঘর ।"

মুহূর্তেই করে দিয়ে আমায় পর
তুমি বললে, " সে হয় না কো ।"

আমি বললাম,
"কেন?
আমি কি বড়ই খারাপ।"

তুমি বললে, " নাহ ।
আমিও কাউকে ভালবাসি সে কথা টি জেন।"

আর কোন কথা হোল না ।
নীরবতা ছড়া আমার জীবনে আর কিছুই রইল না ।

(অনেকদিন পর আবার দেখা )

ভাগ্য দেখ
আজ আমি তোমার ঘরে
এসেছি আবার
তোমার মেয়ে এসে পরে
বললে আমায়, “ বাবা না কি আসবে পরে
এ বেলাতে জেন উৎপাত না করি আর ।”

আমি বললাম, “ তোমার মা কে ডাক।
তোমার বাবার, দরকার নেই কো।”

তুমি আমায় দেখেই চুপটি করে গেল ।
আমিও রইলাম চুপ করে ।
তুমি বললে, “ আসুন ভিতরের ঘরে”
একটু চা খেয়ে যান,
'ও' আসতে দেরি নেই ।
কিছুক্ষণ না হয় অপেক্ষা করলেন ভিতরেই”

আমি ভাবলাম,
‘যান’
তুমি আজ আপনি হোল,
আপন হোল পর,
ভালবাসা নাই বা দিলে
যেমনে আমি চেয়েছিলাম,
মনে নাহয় রাখতে বন্ধু ভেবে জীবন ভর।
ভাবলাম, চলেই যাব।
হোল কই,
তোমার ডাকে সারা না দিয়ে আমি যাব কই ।
তুমি, না হয় করলেই মোরে পর,
আমি, তো তোমাই ভালবেসেছি জীবন ভর

কত কথা হোল,
পুরানো নতুন, হাজার বোল
আবার নতুন করে স্মৃতিতে এলো ।

তুমি বললে,
“ সংসারের কি খবর?”

আমি বললাম,
“ এই তো একা আছি বেশ জবর”

তুমি আবার হেসে এক গাল
বললে, “ সেই কি কখনো হয় ”

আমি বললাম,
“ আমি চির কুমারই রইলাম না হয়”

তুমি বললে “ছাড় ও সব
কেন তুমি এলে?”

আমি বললেম, “
সত্যই বলব,
বল, রাগ করবে না বললে ।
বলি তবে, তোমার অভয় পেলে ।”

তুমি বললে,
“ রাগ করব কেন?
আমার কাছে তো আস নি।
যদি আসতেই,
তবে আমার বিয়ের দিন কেন ফাকি দিলে”

আমি বললাম,
“ সত্যই বলি
তোমার কাছেই এসেছি,
তোমায় ভালবেসোই আমি আবার এসেছি।
তোমার জন্যই আমি মরেছি, হেসে ।
সেই সাত বছর আগে,
আমি ফাকি দেই নিকো, তুমিই আমায় দিলে ।”

তুমি বললে,
“ হেঁয়ালি ছাড় ।”
আমি বললাম,
“ আমার হাত টা একটু ধর ।”

হাত টা আমার ধরে,
উঠলে তুমি চিৎকার করে,
“একি, এত ঠাণ্ডা কেন”

আমি বললাম,
“ আমি মৃত ।”

আর কোন কথা হোল না
একটা দমাক হওয়া এসে
আমায় উড়িয়ে নিয়ে গেল শেষে ।

আমি নেই, কোথাও নেই,
তুমি আছ আগের মত সেই।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার আনিসুর রহমান জ্যোতি ভীষণ ভালো... তবে যত্ন নিতে হবে ..
ভালো লাগেনি ২১ সেপ্টেম্বর, ২০১৭
সেলিনা ইসলাম চমৎকার কবিতা। শুভকামনা রইল।
ভালো লাগেনি ১৯ সেপ্টেম্বর, ২০১৭
পন্ডিত মাহী ভালো প্রচেষ্টা
ভালো লাগেনি ১৫ সেপ্টেম্বর, ২০১৭
মোঃ মোখলেছুর রহমান বেশ বড় কবিতা, ভাষার টানে শেষ পর্যন্ত পড়েছি,কিন্তু ভয়টা তেমন আসেনি আমার মনে হচ্ছে,চর্চা অব্যাহত থাকুক এই প্রত্যাশা।
ভালো লাগেনি ৮ সেপ্টেম্বর, ২০১৭
Fahmida Bari Bipu ইন্টারেস্টিং কবিতা।
ভালো লাগেনি ৪ সেপ্টেম্বর, ২০১৭
মোঃ নুরেআলম সিদ্দিকী আর কোন কথা হোল না একটা দমাক হওয়া এসে আমায় উড়িয়ে নিয়ে গেল শেষে । আমি নেই, কোথাও নেই, তুমি আছ আগের মত সেই। খুব ভালো লেগেছে, ভোট রেখে গেলাম। অনেক শুভকামনা ও আমার পাতায় আমন্ত্রণ রইল ভাই....
ভালো লাগেনি ১ সেপ্টেম্বর, ২০১৭
মোঃ নিজাম উদ্দিন অনেক সুন্দর লিখেছেন। ভোট রেখে গেলাম। আমার পাতায় আমন্ত্রণ প্রিয় কবি। ধন্যবাদ
ভালো লাগেনি ১ সেপ্টেম্বর, ২০১৭

০৩ জুলাই - ২০১৭ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫