পরীক্ষার ভয়

ভৌতিক (সেপ্টেম্বর ২০১৭)

মোস্তাফিজার রহমান
  • ১৮
ক্লাসের সবচেয়ে অমনোযোগী ছেলে,
সে ও আজ পড়ার টেবিলে।
কারনতো একটাই,
আছে তারও পরীক্ষার ভয়।

পাড়া বা মহল্লার বাউন্ডুলের দলে,
ক্যারাম বা ক্রিকেট খেলায়,
বা অন্য কোন দস্যিপনায়,
নেই আজ তার দেখা।

সারা বছর ক্লাস ফাঁকি,
বা ক্লাস না করায় শিক্ষকের মার,
তবুও আবার ক্লাস ফাঁকি,
সবই পড়ছে মনে তার।

নিজেকে দুষছে বারবার,
কেন করি এসব বারবার।

তাইতো সে নিয়ত করেছে,
দিবেনা সে ক্লাস ফাঁকি।
শিক্ষকের কথা শুনবে সে,
পড়া পড়বে যথা সময়ে।

মসজিদ মুখী না হওয়া ছেলেটা,
নামাজ পড়ছে সঠিক সময়ে।
সাধের ফোনের ফেসবুক অ্যাপস,
সেটাও দিয়েছে মুছে।
ফোনে রাখা মেমোরি কার্ড,
সেটাও রেখেছে লুকিয়ে।

আল্লাহ্ কে ডাকে বারবার,
এবারের মত পাশ করে দাও।

পরীক্ষা শেষে রেজাল্টের পর,
হয়ে গেলে পাশ।
মনে রাখেনা সে একটাও নিয়ত,
যা করেছিল বারবার।

শুরু হয় আবার ক্লাস ফাঁকি,
সারা মহল্লা দাপিয়ে বেড়ানো,
খেলা আর মারামারি,
কিছুই থাকেনা থেমে তার।

আবার আসলে পরীক্ষা,
করবে সে একই কাজ।
কারনটা যে একটাই,
তারও যে আছে ফেলের ভয়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী ছন্দ মিলাতে গিয়ে অনেক কিছু হারিয়ে ফেলেছেন। যা হোক, শুভকামনা সতত সাথে ভোট রইল....
ভালো লাগেনি ১৫ সেপ্টেম্বর, ২০১৭
মোঃ মোখলেছুর রহমান চর্চা অব্যাহত থাকুক এই প্রত্যাশা।
ভালো লাগেনি ৮ সেপ্টেম্বর, ২০১৭

০১ জুলাই - ২০১৭ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“জানুয়ারী ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জানুয়ারী, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী