সত্য আজ বহুদূর

আঁধার (অক্টোবর ২০১৭)

Md Kamrul Islam Konok
  • ১৪
  • ১৭
আজ আমি মুক্ত
বন্দীশালার কথাগুলো ছিল অব্যক্ত,
কেন গিয়েছিলাম বন্দীশালায়
জানতে চাও?
তবে বলি, মনদিয়ে শোন
করেছিলাম অন্যায়ের প্রতিবাদ,
তাইতো বন্দীশালায় যেতে হল
খেতে হল বেত্রাঘাত।

ওরা নেতা, আমরা সাধারণ মানুষ
ওদের অন্যায়ের বিরুদ্ধে যদি কথা বলি
রাগে করে ফোস ফোস।
অন্যায়ের প্রতিবাদ করা সেটাই ছিল
বড় দোষ।

সমাজে হয় যত অন্যায়-অপরাধ
বলতে পার এসবের পিছনে
আছে কাদের হাত?

জানি, সবাই জান
অপরাধীকেও চিন
কিন্তু সত্য বলার সাহস নাই,
সৎসাহস হারিয়ে ফেলেছ
ভিতরে মানবতাবোধটুকুও নাই।

মানব সমাজে আজ মানুষ নাই
আছে শুধু শেয়াল-কুকুর,
চারিদিকে অন্যায়, অবিচার
সত্য আজ বহুদূর।

সত্য আজ হারিয়ে গেছে মিথ্যার আঁধারে
মানবতাবোধটুকুও চলছে তাঁর হাত ধরে।
বিবেক,মনুষ্যত্ব,অন্যায়ের প্রতিবাদ
এগুলো আজ শুধুই কল্পনা
সত্যের উপর মিথ্যের আল্পনা।

সমাজকে আজ তাঁরা ঠেলে দিচ্ছে দিন দিন
অন্ধকারে,
আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে
রাতের আঁধারে।
কালোকে সাদা করে
আর সাদাকে কালো,
ক্ষমতা ও টাকার বলে
আইনের চোখে দেয় ধুলো।

রাতের আঁধারে যারা করে
অন্যায়, ব্যভিচার, অবিচার
দিনের আলোয় তাঁরাই নেতা
তাঁরাই হয়ে ওঠে সমাজের কর্ণধার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রাকিব মাহমুদ সুন্দর প্রতিবাদ। শুভেচ্ছা আর ভোট রইল। পাতায় আমন্ত্রণ।
আপনার মূল্যবান সময় নিয়ে আমার কবিতাটি পড়া ও মন্তব্য করার জন্য ধন্যবাদ।
Md Salauddin Hrydoy ভালো লাগল ভোট ও শুভকামনা রইল।
পন্ডিত মাহী ভালো প্রচেষ্টা
আপনার মূল্যবান সময় নিয়ে আমার কবিতাটি পড়া ও মন্তব্য করার জন্য ধন্যবাদ।
গোবিন্দ বীন সমাজকে আজ তাঁরা ঠেলে দিচ্ছে দিন দিন অন্ধকারে, আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে রাতের আঁধারে। কালোকে সাদা করে আর সাদাকে কালো, ক্ষমতা ও টাকার বলে আইনের চোখে দেয় ধুলো।ভাল লাগল,আমার পাতায় আমন্ত্রণ রইল।
আপনার মূল্যবান সময় নিয়ে আমার কবিতাটি পড়া ও মন্তব্য করার জন্য ধন্যবাদ।
মোঃ নিজাম উদ্দিন বাহ দারুন লেখনী। ভোট রেখে গেলাম। শুভকামনা।
আপনার মূল্যবান সময় নিয়ে আমার কবিতাটি পড়া ও মন্তব্য করার জন্য ধন্যবাদ।
Md Kaium Hossain খুব ভালো হয়েছে
আপনার মূল্যবান সময় নিয়ে আমার কবিতাটি পড়া ও মন্তব্য করার জন্য ধন্যবাদ।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি অভিমান, আক্ষেপ, থাকবেই তবুও এগিয়ে যেতে হবে কামরুল ছোট ভাই....খুব ভালো হয়েছে.....শুভ কামনা থাকলো..........
বড় ভাইয়ের মতো পাশে থেকে উৎসাহ ও উদ্দীপনা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জ্যোতি ভাই।
ইমরানুল হক বেলাল সত্য আজ হারিয়ে গেছে মিথ্যার আঁধারে মানবতাবোধটুকু ও চলছে তাঁর হাত ধরে। বিবেক, মনুষ্যত্ব, অন্যায়ের প্রতিবাদ এ গুলো আজ শুধুই কল্পনা সত্যের উপর মিথ্যের আল্পনা। কবিতার উপমা গুলো দারুণভাবে ফুটে ওঠেছে কবি ভাই, আপনার তরে রইল ভোট, সালাম ও গভীর শ্রদ্ধা।
আপনার মূল্যবান সময় নিয়ে আমার কবিতাটি পড়া ও মন্তব্য করার জন্য ধন্যবাদ।
Md Nasir Hossain খুব ভালো লিখেছেন ভাই
ইয়াসমিন আক্তার চমৎকার হয়েছে।
আপনার মূল্যবান সময় নিয়ে আমার কবিতাটি পড়া ও মন্তব্য করার জন্য ধন্যবাদ।

১০ জুন - ২০১৭ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪