কামনাভরা জগত

কামনা (আগষ্ট ২০১৭)

Md Kamrul Islam Konok
মনলোভা রহস্যময়, সবুজ শ্যামলিমা
প্রকৃতিঘেরা এই গ্রাম।
গ্রামের প্রতিটি মৃত্তিকা, প্রতিটি সরষে কণা
প্রতিটি দুর্বা ঘাসে মিশে আছে মোর প্রাণ।
ভ্রমরও জানে আমি ছিলাম, আমি আছি।
কিন্তু জানে বৃদ্ধা, চলে গেছে দুষ্ট ছেলেটি
যে তাকে রাগাত বলতো বিউটি।
কেউ আর খোজ করে না ভাঙ্গা ঘরটিতে,
এখন আর রজনীযাপন করিনা অন্যের বাড়িতে।
বন্ধুরা মিলে রাত্রে আড্ডা মারা,
কখনো বা কারো গাছের ফল চুরি করা
এগুলো এখন শুধুই স্মৃতি,
ছেলেবেলাটা চলে গেছে, হয়ে গেছে ইতি।
আজ আমি কৈশোরে, কামনাভরা অন্তরে
দেখি কত কী!
দু'চোখে মোর যৌন লালসা,
অন্তরটা হয়ে গেছে বিশ্রী।
যে দিকে তাকাই সেদিকে নারী,
চারিদিকে অশ্লীল বাচন ভঙ্গিতে দাড়িয়ে আছে
কতই না সুন্দরী।
মাঝেমাঝে মনে হয়, ধরি তাদের হাত
নেয় তাদের কমলা লেবুর মত ঠোট দুটির স্বাদ।
কিন্ত পারি না, ভয় হয়
আছে যে আইন প্রশাসন,
কবে যে তাদের ভিত্তিহীন শক্ত হাতে করে মোরে শাসন।
এভাবে আর কতদিন চলবে,
আমার কী দোষ সেটা কী বলবে?
যৌবনের অস্থিরতা, চারিদিকে অশ্লীলতা
সুন্দরীদের অসভ্য চালচলন,
দেয় শুধু কামুক ইশারা
তাইতো জগতটা আজ শুধু কামনাভরা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মামুনুর রশীদ ভূঁইয়া ভালো লাগল। ধন্যবাদ
গোবিন্দ বীন মাঝেমাঝে মনে হয়, ধরি তাদের হাত নেয় তাদের কমলা লেবুর মত ঠোট দুটির স্বাদ। কিন্ত পারি না, ভয় হয় আছে যে আইন প্রশাসন, কবে যে তাদের ভিত্তিহীন শক্ত হাতে করে মোরে শাসন। এভাবে আর কতদিন চলবে, আমার কী দোষ সেটা কী বলবে? যৌবনের অস্থিরতা, চারিদিকে অশ্লীলতা সুন্দরীদের অসভ্য চালচলন, দেয় শুধু কামুক ইশারা তাইতো জগতটা আজ শুধু কামনাভরা।ভাল লাগল,ভোট রেখে গেলাম।কবিতা পড়ার আমন্ত্রন রইল।
নূরনবী সোহাগ কবিতাটা শেষ ক্রে অন্য জগতে চলে গেলাম। ভোট না দিয়ে উপায় নেই
ইমরানুল হক বেলাল আসলে তাই সত্য, জগৎটা শুধুই কামনায় ভরা। খুব ভালো লাগলো কবিতাটি পড়ে, ভোট এবং মুগ্ধতা রেখে গেলাম প্রিয়।
Munni Aktar যে দিকে তাকাই সেদিকে নারী, চারিদিকে অশ্লীল বাচন ভঙ্গিতে দাড়িয়ে আছে কতই না সুন্দরী। সত্য বলার সাহসতো ভালই আছে ।শুভ কামনা রইলো।
Md. Abu bakkar siddique ছন্দে ছন্দে সত্য ।শুভকামনা রইলো।
Md Nasir Hossain মাঝেমাঝে মনে হয়, ধরি তাদের হাত নেয় তাদের কমলা লেবুর মত ঠোট দুটির স্বাদ। আমারও মনে হয়। বাস্তব সত্য।
Md Kamrul Islam Konok ধন্যবাদ আপনাকে।
মোঃ নুরেআলম সিদ্দিকী এ যৌবনকে যে বিশ্রী, খারাপ ও নোংড়া পথ থেকে দুরে রাখতে পারবে সৃষ্টিকর্তা তার জন্যই জান্নাত সৃষ্টি করেছেন। তবে, এ বয়সাটার মাঝে যে লালসা আপনার মাঝে সৃষ্টি হয়েছে এবং কবিতার মাঝে বুঝে দিয়েছেন এ জন্য শুভেচ্ছা রইলো। যা হোক অনেক শুভকামনা, ভোট ও আমার পাতায় আমন্ত্রণ রইলো।

১০ জুন - ২০১৭ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪