আজও বসে কাঁদো কেন ?
কিছু একটা ভেবে
মনমরা হয়ে সারাদিনে
দুঃখ দিয়ে থাকো ।
যখন আমি তোমায় ডকি
জলভরা এই চোখে
স্বপ্ন ভেবে ছবি আঁকি
আমারই মনে।
আর কত দিন থাকবে তুমি
আমার উপর রেগে
শেষ দেখাতে চোখের বালি
সরবে মন থেকে।
আজও আমি জাগায় তোমায়
অন্তহীন তোমার ঘুমকে
তবু তুমি আমার কোথায়
থাকো নুরুত্তরে।
এই আশাতে থাকো যদি
আটুট বাঁধন বেঁধে
আমিও তবে কেঁদে বসব
তোমারই সমাধিতে।
advertisement
আমার উপর রেগে
শেষ দেখাতে চোখের বালি
সরবে মন থেকে।............।।সোজা সাপটা কথা বেশ ভালো ............