পার্থিবে মগ্ন আমি ও অনিশ্চিত আগামী

পার্থিব (জুন ২০১৭)

শেখ রাশেদুজ্জামান রাকিব
  • ১৩
সূচিত্রা বলেছিলো ভালোবাসবে আমায়
অকপটে সঁপিবে তারে মোর দরগায়।
তবে তার দুর্নাম যেন না রটে
হতে হবে পয়সাওয়ালা অদূর ভবিষ্যতে।
সূচিত্রা স্বর্গীয় প্রেমে কেন আবার বিত্ত?
তুমি তো চেয়েছ শুধু জয় করতে চিত্ত।
পাগল আছে না মোদের পার্থিব আগামী
তুমি বাবা আর মা হলে আমি।
কত প্রসারিত পার্থিব দৃষ্টি তোমার,
আজি দিয়েছ মোরে অনিশ্চিত ভার।
স্বর্গীয় প্রীতির ক্ষুধার আড়ালে
তবে কি শুধু পার্থিব ভাবনা চলে?

সুলেখা ও হাত রেখেছিল একদিন হাতে
বলেছিলো দুর্বার ঘৃণা তার পয়সাতে।
আহা এ যে স্বর্গীয় প্রেমের ই বাণী!
এ প্রেম নিখাত খাঁটি জানি।
চিনেছি সুলেখা তোমাকে ও অবশেষে
প্রচণ্ড ক্ষ্যাপা আর বিভৎস রোষে
শকুনীদের থাবা থেকে এক রমণীকে বাঁচাতে
গিয়েছিলাম ছুটে যেদিন রাতে।
বলেছিলে তুমি হাতখানি টানিয়া
কেন মাথা ব্যথা আমার অন্যকে নিয়া?
অন্যকে বাঁচাতে যদি যাই মারা
হবে নাকি তোমার ভবিষ্যৎ সারা।

এভাবেই অহর্নিশি মোরা ভবিষ্যৎ কামি
পার্থিবে মগ্ন আমি ও অনিশ্চিত আগামী।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রুহুল আমীন রাজু সুন্দর কবিতা ...।। বেশ লাগলো । অনেক শুভ কামনা । ( আমার পাতায় আমন্ত্রণ রইলো )
জয় শর্মা (আকিঞ্চন) এভাবেই অহর্নিশি মোরা ভবিষ্যৎ কামি পার্থিবে মগ্ন আমি ও অনিশ্চিত আগামী। তবে অন্তরে চাইবো সে অনিশ্চিত বর্জন হোক। শুভকামনা, আমার পাতায় আমন্ত্রণ।
ইমরানুল হক বেলাল খুব ভালো লাগলো কবিতাটি পড়ে । এভাবেই লিখতে থাকুন, আরো পরিপক্কতা আসবে। ভোট এবং মুগ্ধতা রেখে গেলাম কবি, আমার পাতায় আমন্ত্রণ রইলো ।
মোঃ নুরেআলম সিদ্দিকী শেষের দিকটা বেশি ভালো লাগলো। দারুণ কাব্যিকতায় মন ভরে গেল। ভোট রেখে গেলাম। অনেক অনেক শুভকামনা, ভোট ও আমার পাতায় আমন্ত্রণ রইলো।

১১ মে - ২০১৭ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪