ঋণ

ঋণ (জুলাই ২০১৭)

নীল বিশ্বাস
  • ৩৭
দিনে দিনে ঋণ মোর তোমার কাছে,
বাড়তে বাড়তে বিশাল হয়েছে অবশেষে।
আধারের মাঝে যে আলোর প্রদীপ জ্বেলেছিলে,
ছোট্ট সে শিখা নয়ত চন্দ্র সূর্য সম তবুও সে ছিল তা অনেক বড়
জীবনের অস্ত্বিত বুঝতে মরনকে ভুলে।
ঋনী করে চলে যাও দুরে,কোন সে এক অচিন পুরে।
হয়ত পারব না কোনদিন ঋনের এক বিন্দু শোধ দিতে,
তব দান রহিবে মোর জীবনের নব আলোতে আলোতে।
সে আলোক ধারায় মোর জীবনের প্রবাহ বহিবে এক স্রোতে,
মাঝে মাঝে মনে করে ভাসিব অনাবিল খুশিতে।
মম ছোট্ট ভুবনের রিক্ত মৃত্তিকায় তোমার পদ স্পর্শ মাখা,
ধন্য করে গেলে পৃথিবী আমার তোমার যে কত স্মৃতি আঁকা।
মোর তুচ্ছ দেবালয়ে তোমার নিজ হাতের আলপনা,
না গাথা মালার ফুলে ফুলে সৌরভে সে আঙিনা।
শুধু দেবতার তরে অঞ্জলী করে দেয়া হয়নি সে ফুল,
তারপরেও আমার ভুবনে সুবাস ছড়াতে হয়নি তোমার ভুল।
বিপুল আলোর সম্মুখে দু হাটু মাটিতে গুজে আজ মম অন্তরের প্রার্থনায়,
আশা মম ভরুক আলোয় তোমার জীবন পূর্ণ হক সবই সুখের ধারায়।
অজস্র দানে ধন্য করে গেছো মোরে বিদায় বেলায়,
বন্ধু হয়েছিলে একদিন তুমি হঠ্যাত্ এক শিউলী তলায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাদিম ইবনে নাছির খান ভাললাগলো,,,শুভেচ্ছা রইল
মোঃ নুরেআলম সিদ্দিকী উপমা গুলো মনকে খুব কুণ্ঠিত করে ফেলছে। চমৎকার ভাব বিন্যাস। অনেক শুভকামনা ও ভোট রইলো

০৯ মে - ২০১৭ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "যানজট”
কবিতার বিষয় "যানজট”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৮ অক্টোবর,২০২৪