আমি চাই আমি একটা প্রজাপতি হবো! আমি ইচ্ছা করলেইউড়তে পারবো যে খান-সে খান, সেখানে আমাকে বাতাস শুভেচ্ছা জানাবে বন্ধু হয়ে, আরো আমাকে দিবে ভালোবাসার গন্ধ ও অনুরাগ। আমাকে মানুষ ডাকবে কারো রাগ পতনের জন্য, আবার ডাকবে কারো হাসি খোলার জন্য, আমি হয়তো বা আবার কাউকে সান্তনা দিবো, এগুলোই তো আমার স্বার্থকতা। আমার উপহার হবে রংধনু , রংধনু আমাকে ডাকবে তার রঙের শুধা পানের জন্য, এই রঙ আমি ছিটাবো মানুষের কলুষিত মনে। সুন্দর ছোট ছেলে মেয়েরা আমাকে ধরতে আসবে দৌড়াতে দৌড়াতে, তাদের জুলিয়েটকে অপহরণ করার জন্য, এতে আমি আসামী হবো রোমিওর ভাবে। আমি যার শরীরে যাবো তার মন রঙে ভরিয়ে দেবো, কি ভাবে জানো ? তার বিয়ে হবে, মনের মানুষ খুজে পাবে। আমার সব চেয়ে বড়স্বার্থক হলো, আমার মনে থাকবেনা কোনো হিংসা-বিদ্বেষ-অহংকার, বিনা স্বার্থে কাজ করবো অন্যের পারে। আমি এভাবে হেলতে-দুলতে পাবো একটা আশ্চর্য পুতুল, তাহার নাম হবে কামনার পুতুল। আমি পুতুলটার মাথায় বসে থাকবো, আর বেড়িয়ে আসবে জীবন্ত পুতুল। পুতুলটা আমাকে বলবে কিচাও প্রজাপতি তুমি? আমি ভাবতে ভাবতে বলিবো, আমি চাই এক কবি হতে, কবি হয়ে আমি লেখবো সব মনের কথা, তখন আমি বলিবো, তুমি কি পারবে কামনার পুতুল আমার চাওয়া পূরণ করতে?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোবিন্দ বীন
আমি পুতুলটার মাথায় বসে থাকবো,
আর বেড়িয়ে আসবে জীবন্ত পুতুল।
পুতুলটা আমাকে বলবে কিচাও প্রজাপতি তুমি?
আমি ভাবতে ভাবতে বলিবো,
আমি চাই এক কবি হতে,
কবি হয়ে আমি লেখবো সব মনের কথা,
তখন আমি বলিবো,
তুমি কি পারবে কামনার পুতুল আমার চাওয়া পূরণ করতে? ভাল লাগল,ভোট রেখে গেলাম।কবিতা পড়ার আমন্ত্রন রইল।
মোঃ নুরেআলম সিদ্দিকী
আমি ভাবতে ভাবতে বলিবো,
আমি চাই এক কবি হতে,
কবি হয়ে আমি লেখবো সব মনের কথা,
তখন আমি বলিবো,
তুমি কি পারবে কামনার পুতুল আমার চাওয়া পূরণ করতে? কাল্পনিক চরিত্রের মাঝে বাস্তবিক রূপ ধারন। অসাধারণ। অনেক শুভকামনা সহ ভোট, সে সাথে আমার পাতাই ঘুরে আসার আমন্ত্রণ রইলো।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।