সাধ

কামনা (আগষ্ট ২০১৭)

এইচ এম মহিউদ্দীন চৌধুরী
এক ছুটির দিবসে মনের হরসে,
বেরিয়ে পড়ি জঙ্গলে যাবার মানসে।
হাঁটতে হাঁটতে সেই গহীন জঙ্গলে-
গেলাম একাকী যেথা, হৃদয় হিল্লোলে।
ঘুরে ঘুরে দেখি সেথা বৃক্ষ নানারূপ,
সবুজ পত্রালী আহা! কি যে অপরূপ!!
.
দেখতে দেখতে এলো রোদেলা দুপুর,
তখন শুনি একটি মিষ্টিময় সুর।
যে সুরে বাজে নুপুর ঝুমুর ঝুমুর,
কোথা থেকে আসছে এ মোহময় সুর?
জাদুময় শব্দ কেন এ গহীন জঙ্গলে?
ভাবতে ভাবতে ভয় পাই নিজ মনে।
.
চোখ বুলিয়ে তখন খুঁজি চারপাশে,
দেখি দুই জ্বীনপরী নাচছে উল¬াসে।
দেখে জ্বীনপরী আমি ভয়ে যেন মরি,
আস্তে আস্তে সরে যাব এ সিদ্ধান্ত করি।
পিছনে ফিরতে গিয়ে গাছে ধাক্কা লাগে,
শব্দ শুনে জ্বীনপরী এলো বায়ু বেগে।
.
মোর নাকে রক্ত দেখে বললো আমাকে,
‘হে মানুষ আঘাত কে করলো তোমাকে?
একথা শুনে, সাহস পাই নিজ মনে,
বলি, আঘাত করেনি মোরে কোন জনে।
আপনাদের ভয়ে যাচ্ছিলাম পালাতে,
গাছের সাথে ধাক্কা লেগে পড়ি মাটিতে।
.
এবার, দু’জনে মোর দুই হাত ধরে,
উড়িয়ে নিল তাদের নিজেদের ঘরে।
ছ’দিনান্তে বলি ভাল হলো মোর ক্ষত,
ধন্যবাদে করছি যে শির অবনত।
আমায় পৌছিয়ে দিন সেই জায়গায়,
মোর কথা শুনে ওরা বলে, ‘ঠিক তাই’।
.
তখনি দু’হাত ধরে নিজ ডানা মেলে,
নিয়ে এলো অতি দ্রুত গহীন জঙ্গলে।
শেষে বলে-‘যাও আর নেই কোন ভয়,
এভাবে কেবল ওরা দিচ্ছিল অভয়।
বলি, আপনারা করে গেলেন যে সেবা,
যেরুপে করতো মোর মাতা-বাবা।
.
শুভ হোক আপনাদের বাকী জীবন,
এই প্রার্থনাই করি যে আমি এখন।
উড়ে গেল তারা দিয়ে মোরে ধন্যবাদ,
ভাবি, পূর্ণ হলো মোর বনে যাওয়ার সাধ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ঐশিকা বসু দারুণ একটা কবিতা উপহার দিলেন। শুভকামনা রইল।
গোবিন্দ বীন তখনি দু’হাত ধরে নিজ ডানা মেলে, নিয়ে এলো অতি দ্রুত গহীন জঙ্গলে। শেষে বলে-‘যাও আর নেই কোন ভয়, এভাবে কেবল ওরা দিচ্ছিল অভয়। বলি, আপনারা করে গেলেন যে সেবা, যেরুপে করতো মোর মাতা-বাবা।ভাল লাগল,ভোট রেখে গেলাম।কবিতা পড়ার আমন্ত্রন রইল।
নূরনবী সোহাগ আহ কবিতাটার প্রেমে পরে গেছি। ভোট দিতে আমি বাধ্য
Md. Abu bakkar siddique ইচ্ছে গুলো এমনি।শুভকামনা রইল
এইচ এম মহিউদ্দীন চৌধুরী আপনাকেও অনেক অনেক অভিনন্দন।
এইচ এম মহিউদ্দীন চৌধুরী আপনাকেও অনেক অনেক অভিনন্দন।
মোঃ নুরেআলম সিদ্দিকী হা হা হা ... অনেক হাসি পেলাম। খুব ভালো লাগলো। অনেক শুভকামনা ও ভোট রইলো...

১৩ এপ্রিল - ২০১৭ গল্প/কবিতা: ১৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪