বন্ধু

বন্ধু (জুলাই ২০১১)

মোহাঃ ফখরুল আলম
  • ৬৬
  • 0
  • ১৩
বন্ধুগো, বড় কষ্ট এ বুকে
বলতে পারিনাত কথা,
তাই লিখে যা্ই, এই শোকগাথা।
হারিয়েত যাওনি,
শুধু ক্ষণিকের লাগি
চলে গেছ এ বুক ছিঁড়ে,
তবু যেন মন, বিষাদের ক্ষনে
ভরে যায় কষ্টের নীড়ে।
সেই ছেলেবেলা ভাবি একেলা
তোমার আমার স্মৃতি,
মনে পড়ে কত তুমি নেই কাছে
তবু আছে সেই তরুবীথি।
জানা অজানা কত কষ্টের হানা
দিয়েছি তোমার বুকে,
সব ভুলে যেও, মাফ করে দিও
মুছে দিও সব, স্মৃতি থেকে।
সেই বাঁশবন আছেগো এখন
আছে সেই কুমারী,
তবু একই হাহাকার, তুমি নেই আর
চলে গেছ মোরে ছাড়ি।
চলে গেছ যেথা,ছেড়ে দাও সেথা
একবার এসো ফিরি,
দেখে যাও এসে, সেই কুমারী হেসে
সাজাল বিয়ের পিঁড়ি।
বুক মোর ভেঙ্গে,সাত রঙে রেঙে
উঠল সোয়ামীর ঘরে,
দূর থেকে দেখে চোখে জল রেখে
বিদায় জানালাম তারে।
আজ মনে পড়ে বন্ধুগো তোমায়,
জল সাজিয়ে চোখের কানায়।
দূরদেশ ছাড়গো বন্ধু,
একবার দেখা দিয়ে যাওগো আমায়।
করজোড়ে করি এই মিনতি,
টেনোনা মোর প্রেমের ইতি।
বুকে রেখে দিও স্মৃতিগুলো মোর
যেওনা কখনো ভুলে,
যদি না আস এখন’
এসো একদিন্, এসোগো কোনকালে।
বড় মনে পড়ে, তোমায় আর তারে
তারে দেখি, তবু তোমায় দেখিনারে।
ভালবাসি তোমায় মন যত চাই
একবার ফিরে এসো “গোমস্তাপুর” থানায়।
এসো মোর বন্ধু, আর দিওনা ব্যাথা
প্রাণ মোর কাতর বলিনা কথা,
লিখে দিলাম তাই এই শোকগাথা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য কবিতার আবেগ, আকুতি চাওয়া ভাল লেগেছে........
হাদিউল ইসলাম কবিতা নিয়ে আরেকটু ভাবা যেত।
sadilul Islam ভাল লিখেছেন.
হামিদুর রহমান এসো মোর বন্ধু, আর দিওনা ব্যাথা / প্রাণ মোর কাতর বলিনা কথা, / লিখে দিলাম তাই এই শোকগাথা। অনেক ভালো লাগলো.
palash8825 খুব ভালো লেগেসে .আরো ভালো কবিতা লিকবেন
আবু ওয়াফা মোঃ মুফতি সুরেলা কবিতা - বেশ ভালো লাগলো |
Akther Hossain (আকাশ) দারুন কবিতা !
মোঃ সাহিদুল ইসলাম-ম,সাহিদ ভাল..........শুভেচ্ছা রইল।।

০৮ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫