যখন তুমি দাদী হবে

অবহেলা (এপ্রিল ২০১৭)

আমিনুর রহমান
  • 0
  • ২২
যখন তুমি দাদী হবে
তখন তোমার নাতি-নাতনীদের
একটা গল্প শোনাবে।
সেই রাজ্যহীন রাজপুত্রের ;
যার আকাশছোঁয়া স্বপ্ন ছিল
তার রাজকণ্যাকে ঘিরে।
একটা মধুর সময় ছিল
বলতে গিয়ে চোখ ছলছল করে
মনে হবে কতো কাছের ছিলে তুমি
কথাগুলো অচেনা কাব্যকে নিয়ে
তবুও গল্পটা বলতে হবে
যেটা তোমার জীবনের গল্প।
নাতনীটার প্রেমের অসুখ করেছে
মন চাইনা পড়তে-খেতে,
শুধু চাই ছেলেটার কাছে যেতে,
বুঝাবে প্রেমের নিদারুণ যন্ত্রনা
কারণ তুমিও একদিন পড়েছিলে-
প্রেম নামের অনলে।
একটু অবসরে সব আড়াল করে
বলবে হারানো সেই কাব্যর কথা,
গল্পটার রাজপুত্র একনিমিষেই ভিখারী
রাজকন্যা হলো কারোর রাজরাণী
পথে পথে ঘোরে সেই ভিখারী আজোও
শুধু সেই রাজকন্যার খোঁজে।
বলবে, কোন একদিন বাসতে ভাল
এখন আর বাসোনা একটুও ভাল,
যদি বাসতাম ভাল,তবে কি জ্বালাতাম-
তোমার দাদুর ঘরের আলো?
এইতো এভাবেই আছি বেশ
তবুও লাগে একটুখানি ক্লেশ।
নয়তো কখনো বলোনা সে গল্পটা
যে গল্পের ফুটন্ত ফুল গেছে ঝরে,
আধারে জন্ম নেওয়া সেই পাখিটার কথা
যে হঠাৎ করে এসে;চলে গেছে পৃথিবী ছেড়ে
কথাগুলো লুকিয়ে রেখো খুব যত্ন করে
দেখবে আর কোনদিন পড়বেনা মনে তারে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কাজী জাহাঙ্গীর বিষয়টা অবহেলিতই রয়ে গেল। বাক্য গঠনে আরো সতর্ক হতে হবে। ই/য় প্রত্যয়ের ব্যবহারে আর একটু নজর ‍দিতে হবে। অনেক শুভকামনা আর আমার পাতায় আমন্ত্রণ।
মোঃ নুরেআলম সিদ্দিকী বাহ! অসাধারন লিখছেন। তবে বানানের দিকে আরও যত্নবান হতে হবে..... ভোট দিলাম। শুভকামনা ও আমার পাতায় আমন্ত্রণ রইলো

১৮ মার্চ - ২০১৭ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪