পার্থিব ভালবাসা

পার্থিব (জুন ২০১৭)

কথা ঘোষ
রেইল অফিসের বড়বাবু নিখিলেশ চ্যাটার্জী,
ঢাকার কমলাপুরে ঠাকুর পারায় তার
দুই তলা বাড়ি।

মা মরা মেয়ে ছিল গায়েত্রি,
নিখিলেস বাবুর বড়ই আদুরি।

সকাল বিকেল যেই বায়না ধরে,
হাসি মুখে বাবা তাই পূরণ করে।

দূরন্ত পনায় তার এতই খ্যাতি,
মানতোনা সে কোনো নিয়ম রীতি।

ডাংগুটি হাতে নিয়ে ছুটতো মাঠে,
নিজের গুটিতে প্রায় কপাল ফাটে।

ধীরে ধীরে গায়েত্রি ষোড়শী হলো,
চলন বলন তার বদলে গেলো।

দুপুর বেলায় রোজ স্নানের শেষে,
বারান্দাতে আসতো সে
দিঘল এলোকেশে।

উদাসী দৃষ্টির মায়া চাহনিতে,
প্রণয়ের ছোঁয়া যেনো থাকতো মিশে।

ঠোঁটের কোনে তার বাঁকা হাসি,
পলকেই ভালো লাগা ছিল রাশিরাশি।

ঠাকুর পারার ঠিক শেষ বাড়িটায়,
থাকে মোতালেব মিয়া।

ছেলে তার রাশিদুল,
ঢাকা মেডিকেল কলেজে পড়ে
ডাক্তারি পড়া।

সকালে বিকেল পথে আসতে যেতে
দোতালা বাড়িটার বারান্দাতে,
রাশিদুল আড় চোখে দেখে চেয়ে গায়েত্রিরে।

চোখে চোখে চাহনিতে হতো কত কথা,
পলকেই মিশে ছিল কত আকুলতা।

দিনক্ষন মাস যেয়ে বছর পেরুলো,
রাশিদুল গায়েত্রি আরো কাছাকাছি হলো।

উনসত্তুর সত্তুর যেয়ে একাত্তুর এলো,
হঠাৎ অজানা ঝড়ে সব বদলে গেলো।

২৫ মার্চ এর কাল রাতে
নিখিলেশ বাবু মারা যায় পাকিস্তানি নরপশুদের গুলিতে,
রাশিদুল যোগ দিল মুক্তিযুদ্ধে ।

গায়েত্রির মামা ছিলো পরিমল রায়,
গায়েত্রিরে সাথে নিয়ে
প্রান ভয়ে সে পালায় কলিকাতায়।

৯ মাস পরে দেশ স্বাধীন হলো,
৩০ লক্ষ লোক প্রান হারালো।

রাশিদুল ফিরে এলো বীরের বেশে,
কিন্তু গায়েত্রি!কোথায় সে ?
রাশিদুল যে তারে আজও ভালবাসে!
এলো না ফিরে গায়েত্রি চ্যাটার্জী
আর নিজের দেশে।

ডাঃ রাশিদুল আজ এক নাম করা কার্ডিওলজিস্ট।
পার্থিব জগতে তার নাম যশ কত
তবু তার বুকের বা পাশে হৃদপিন্ডের মাঝে,
মনের জগতে
অক্ষত আছে আজ ও সেই পুরনো ক্ষত!!

ঠাকুর পারার নাম আজ বদলে গেছে,
ডাঃ রাশিদুল আজও একাই আছে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ কবির হোসেন kobitati pore onek kosto pelam. kobitay valo laga rekhe gelam.
মোঃ কবির হোসেন kobitati pore onek kosto pelam. kobitay valo laga rekhe gelam.
জয় শর্মা (আকিঞ্চন) সুন্দর গল্প; কাব্য রসে দারুণ উপস্থাপন! শুভকামনা ও আমার পাতায় আমন্ত্রণ।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) একটা কষ্টের গল্প পড়লাম ভাল ছিল । শুভ কামনা
ইমরানুল হক বেলাল দারুণ অনুভূতির প্রকাশ করে গেলেন কবি ।
তারিফুল ইসলাম এক কথায় বলবো অসাধারণ,,
রুহুল আমীন রাজু কবিতায় সুন্দর একটি গল্প ... দারুন লাগলো । (আমার পাতায় আমন্ত্রণ রইলো )
মোঃ নুরেআলম সিদ্দিকী ছন্দতা বজায় রেখে খুব দারুণ উপমা তোলে ধরেছেন, তবে কবিকে আরও কাবিকতা কবিতা আমাদেরকে দেয়ার চন্য অনুরোধ রইলো। শেষে বলবো- অসাধারণ। আপনাকে আমার পাতায় কখনও দেখি নাই, তবে এবার আসবেন; এমন আশা করে অনেক অনেক শুভকামনা, ভোট ও আমার পাতায় আমন্ত্রিত.....
রাকিব মাহমুদ অসফল একটি প্রেমের কাহিনি ফুটিয়ে তোলার চেষ্টা, কবিতার ছন্দে। সুন্দর প্রয়াস। শুভেচ্ছা এবং ভোট রেখে গেলাম। আমার পাতায় আমন্ত্রন রইলো।

১৮ মার্চ - ২০১৭ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪