নববর্ষের দিন

নববর্ষ (এপ্রিল ২০১৭)

মতিয়ুর রহমান
  • ১০৬
অত্যাধিক সময়ের পরে-
আসবে সেই দিন।
সেই দিনেরই অপেক্ষাতে,
কাঁটলো যে কত দিন।
তাইতো আমি খুশি এবার,
পাবো এই দিন।
দিনটা হলো-
নতুন বছরকে,
নববর্ষের দিন।

এই দিনেতে হয় গো বাপু-
কত রঙের খেলা।
সেই খেলাতে মাতি সবাই,
আমরা মাতোয়াড়া।

সকালে উঠি-
খাই মোরা,
হরেক রকম খাবার।

সারা দিনটা কাঁটবে যেন,
আনন্দেরই সাথে।
এতে মোদের বছরটি যেন-
সুখে ভরপুর থাকে।

তাইতো আমি-
কিনবো জুতা, কিনবো প্যান্ট
পরবো খুশির দিনে।
এতে আমি মহাখুশি-
ঠেকায় যে আমায় কে?

তাইতো আমি-
সালাম করবো,
গুণিজনের পায়ে।
তাদের থেকে নিবো আমি,
সালামের সুপারিশ।
সেই সুপারিশ নিয়ে আমি
করবো অনেক মজা।

তাইতো আমি-
যাবো মেলায়,
দেখবো হরেক কিছু।
এই মেলাতেই-
পাবো আমি,
মনুষ্যত্বের পিশু।
এতে আমি মহাখুশি
আমি মুক্ত বাজী।

না-না-না
আমি এই দিনে কিছুই করবো না।
ঘরের মাঝে চুপটি করে,
বসে থাকবো একা।

সবাই মোরে কয় যে-
নববর্ষ পালন নাকি,
করে হিন্দু গোত্র।
একেই কি বলে নববর্ষ বরণ?
যেখানে হয় গোত্রের হুশিয়ারি,
এতে আমি মহাবেজার-
আমি রাগি হিটলার।

এভাবে যেন হারিয়ে না যায়-
মোদের সাংস্কৃতি।
তাইতো আমি-
বলতে পারি,
আমি মুসলিম তাই কি হয়েছে?
আমিও পালন করতে পারি,
নববর্ষের দিন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী বাহ! অনু কাব্যের সমাহার।

১২ মার্চ - ২০১৭ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী