স্বদেশের সমীর আজ মদ্য মাতাল
অকূল লহরীতে উত্তাল।
যৌনতার দহনে পুড়িছে বিশ্ব
চলছে নগ্নতা যত্রতত্র।
প্রেম-ভালবাসা আজ ভোগের সামগ্রি
স্বর্গীয় প্রেম! সে তো অবৈঞ্জানিক, কল্প-কাহিনী।
পৌরাণিক প্রণয় গাথা, আজ সব প্রশ্নবিদ্ধ ধাঁধাঁ
মজনু হয়েছে অবোধ গাধা, লাইলি আনস্মার্ট রাধা।
ফরহাদ এখানে প্রেম-ঞ্জানহীন চন্দ্রাহত
অবিশ্বাস্য! এক রমণীর জন্য তার এত দ্বন্দ্ব।
টোকাই আক্কাসের ভাবনা, ওসব বাকোয়াস চিন্তা
মজনু-ফজনু এ যুগে চলেনা।
লাইলি, শিরি ওসব তো অল্প সময়ের বাসনা।
স্বদেশী কালচার হল ছারখার
ভ্যালেন্টাইন, থার্টি ফার্স্ট যেথা বাজারজাত।
জারি, ভাটিয়ালি আজ জাদুঘরে
দেশ ভাসছে ব্রিটনি, ম্যাডোনার বিবস্ত্র নাচনে।
লেটেস্ট ফ্যাশন আজ কাটা-ফাটা বসন
মাঠে, ঘাটে সর্বত্র পশ্চিমা ভজন।
স্মৃতির অনাদরে লক্ষ শহীদের রক্ত ক্ষরণ।
সালাম, নমস্কার বিদায় হয়েছে
সৌজন্য আজ হায়, হ্যালোতে
মুরুব্বিদের মাথা হেড হল, এই দৈন্য সংস্কারে।
বিশ্বায়নের নামে, দেশের বারটা বাজলো পশ্চিমা অবেক্ষণে
আক্কাসী রিরংসা ফণা তুললো এই অচলায়তনে ...........
............................. ফিরে এলেম ১৭ বছর পরে।
নারীলোভী আক্কাস আজ দেশের ঝাক্কাস নেতা
ঘরে ঘরে ধর্ষিতার, কৌমার্য হারা কান্না।
চতুর্দিকে গর্জন, নগ্নতা বিরোধী কৃত্রিম খঞ্জন
কাঁপছে ক্ষিতি, থরথর গগন
আক্কাসদের কন্ঠে, যৌনাচার বিরোধী আন্দোলন।
লোক-দেখানো এসব মঞ্চ-মিটিং
আক্কাসরা খোঁজে পরনারীর শরীর।
নারী কিংবা শিশু আজ ওদের দেহজ শিকার
আক্কাসী দৃষ্টির অন্তঃশীলা,
অবলাদের নিয়ে খেলছে লোভাতুর খেলা।
নামেই শুধু নারী অধিকার, শিশু আন্দোলন
অহরহ চলছে এদের যৌনস্খলন।
আজ আবাল-বৃদ্ধের লোলুপ দৃষ্টিতে
চেয়ে থাকে রাস্তা চলতি যুবতির কাম বাসনাতে।
ছাদে কিংবা ব্যালকনিতে সদ্য কিশোরের চোখও
অন্বেষণে বেখেয়ালি কোন নারীর যৌনাঙ্গ।
কামার্ত দৃষ্টি, বাস কিংবা ট্রেনে
শরীর ছোঁয়, শরীর লেপটায় অবাধ্য কামে।
সভ্যতা বিকিয়েছে আজ মদের ডেকে
বনিতা হয়েছে পণ্য, পুরুষের বাহুবলে
নরের প্রশান্তি, নারীর সর্বস্ব লুটে।
ছদ্মবেশী সাধু কিংবা পীরজাদা
ধর্মকে করে বগলদাবা, হাসিমুখে পান করে নগ্নতা।
পশ্চিমা অবগাহনের এই সমাজ ব্যাবস্থা
নারীকে বাধ্য করেছে দেখতে অবাধ্যের দরজা
বলির পাঠা হয়েছে মোবাইল, ইন্টারনেট কিংবা স্টার জলসা।
সমাজের গলাবাজিতে আবার ছিঃ ছিঃ ছিঃ
আরে পণ্যস্ত্রী ও নারী-
এই সমাজেরই কামানলে, নারী ধোঁকে যৌন দহনে।
দেহান্ত হয় হাজারও চিত্রাঙ্গদা, অহর্নিশ যৌনক্ষতে।
হে সভ্যতা, তোমাকেই আজ আমার জিজ্ঞাসা
যে নারী গর্ভে, আমারা পেয়েছি জন্মের দিশা
সেই নারীর সাথে কেন এই উলঙ্গ-অসভ্যতা?
০৪ মার্চ - ২০১৭
গল্প/কবিতা:
৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪