অবহেলার নিরব দহন

অবহেলা (এপ্রিল ২০১৭)

রংতুলি
  • ২২
বুকের ভেতর দূর্বোধ্য অন্ধকার
সেখানে নীলসাগরের মত বয়ে চলা বেদনা
তৈরি করেছে অনন্ত কষ্টের উপকূল।

আমার নিঃশ্বাসে ঘর্মাক্ত চার দেয়ালের মাঝে
জেগে থাকে নিঃসঙ্গতা।
সাথিহারা ডাহুকী চোখে
শুধুই বিনিদ্র রাত্রির অমানিশা।

হারিয়ে গেছে ভালোবাসার দিনগুলি
মহাকালের পথে ছুটতে ছুটতে জেঁকেছে ক্লান্তি।

ভাসছি অমরাবতীতে!
যেথায় তোমার বিকীর্ণ ভালবাসা বিবর্ণ প্রেম হয়ে
আমাতেই খসে খসে পড়ছে।

আমার ঘরের চৌকাঠে আজ অস্থিরতার কম্পন
বুকের ভেতর কষ্টগুলোর নিরব দহন।

শিরা উপশিরায় শুধুই তোমার অস্তিত্ব
ছলনার জীবন আমায় দিয়েছে এক অমায়িক ঐশ্বর্য।

কষ্টগুলো আজকাল খুবই বেগবান।
সুখ হননকারী জল্লাদের মতই
বড্ড বেরসিক সময়ের মুখোমুখি আমি।

সপ্তরঙ্গা স্বপ্নরা অনেকদিন হল মরে গেছে
চোখের তারার নিঃশব্দ যাত্রা আজ তাই স্বপ্নহীনে।

আজ না হয় আমি, ছন্দহারা বেহালায়
ছিল তাল, লয়, সুরের ঐক্যতান।
সেদিন আমি ছিলাম
তোমার মনোমন্দিরের একান্ত অর্চনায়।

নেই কোন অভিমান, নেই অভিযোগ
মেনে নিয়েছি সব, ভেবে ভাগ্যের উপযোগ।

ব্যর্থতার বেদনারা আজ আকাশ ছেয়েছে
আমার লেখা শব্দগুলো দূর্বল হয়ে পড়েছে
আমিও অবহেলার নিরব সমুদ্রে ডুবেছি ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
চারনকবি সত্যজিৎ লেখাটা ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে
জাফর পাঠাণ লেখাটিতে উপমার প্রাবল্যতা বেশ সাবলীলভাবে ফুটে উঠেছে । পূর্ণ পাঁচ দিয়ে গেলাম ।
অনেক ধন্যবাদ জাফর ভাই।
কাজী জাহাঙ্গীর না পাওয়ার আক্ষেপটাই বেশি অবহেলা নয়। গল্প পড়েও যা বলেছি, কবিতাতেও বলব বিন্যাস, শব্দচয়ন, বর্ণনার বুনন শৈলী দেখে মনে হয়না নতুন। অাশা করি পদচারনা বাড়াবেন আর বিষয়টা নজরে রাখবেন। অনেক শুভকামনা আর ভোট রইল কবিতায়।
অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনার নির্দেশনা আমার মনে থাকবে।
মোঃ নুরেআলম সিদ্দিকী ভাই নামটা জানালে ভালো হত। দারুন মনের ভাব ব্যক্ত করেছেন। সামনে আরও ভালো হবে, এ আমায় অব্যাহত রইলো। ভোট দিলাম। শুভকামনা ও আমার পাতায় আমন্ত্রণ রইলো।
ভাই, আমি সৌরভ সরকার, আমার জন্য দোয়া করবেন।
উত্তম রায় ভাল বললে কম বলা হবে,অসাধারন লিখেছেন।ধন্যবাদ এত ভাল লেখা উপহার দেবার জন্য।
তন্ময় সরকারী বেশ ভাল লাগলো।

০৪ মার্চ - ২০১৭ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪