বেওয়ারিশ

বন্ধু (জুলাই ২০১১)

ফাতেমা প্রমি
  • ১৮৮
  • 0
  • ৬৫
কুণ্ডলী পাকিয়ে জড়াজড়ি করে ওরা দুজন শুয়ে ছিল। ভয়াবহ শীতের ছোবল থেকে বাঁচার এই প্রচেষ্টায় বাধ সাধছে উত্তুরে হিম-হাওয়া। মিষ্টি চাঁদের আলো ওদের দুজনের কোমল দেহ ভাসিয়ে দিচ্ছিল পরম মমতায়। কিন্তু সূর্যের ধার করা আলো নিয়ে চাঁদের কাছে সে উত্তাপ ছিল না যা ওদের দরকার। ওদের জন্য কারো কাছেই অবশ্য কিছু থাকে না। কারণ ওরা বেওয়ারিশ, এতিম,টোকাই।

ওদের একজন রতন আর একজন মনটু। ওরা দুজনেই প্রাণের বন্ধু। রতন তো মাঝে মাঝেই বলে,
‘‘তুইও এতিম,আমিও এতিম। আমি খোঁড়া,তুইও। বুঝলি মনটু তোর আর আমার অনেক মিল। তাই আমরা দুই বন্ধু-দুই ভাই।’’
মনটুও সম্মতি জানায়। কারণ আসলেই কথাটা ঠিক। ওরা দুজনই পথে পথে ঘুরে, ডাস্টবিন ঘেঁটে খাবার খায়। কেউ ওদের ভালবাসে না, করুনা করেও দুমুঠো বাসি-পান্তা এঁটো-কাঁটা দেয় না। আগে হোটেল-রেস্তরায় চাইত ওরা। কিন্তু মানুষের মনের মায়া দয়া উঠে গেছে,তাই আজকাল দুবন্ধু আবর্জনা ঘেঁটে ঘেঁটে খেতেই আজকাল বেশী পছন্দ করে।

তারপরও বিদেশী দামি হোটেলের চেয়ে রতনের ভাতের হোটেল গুলো বেশী পছন্দ। তবে এখানেও অনেক ঝামেলা, কখনো কখনো মার পর্যন্ত খেতে হয় । মাঝে মাঝে অবশ্য মেঘ না চাইতে জলের মতই অপ্রত্যাশিত ঘটনাও ঘটে। ওদের পরিচয়টাও একটা ভাতের হোটেলে খেতে গিয়েই হয়েছিল।

আশ্বিনের এক রাতে, যখন হোটেল গুলতে বেচাকেনা শেষ রতন গিয়ে হাজির হল সেখানে,কিছু পাবার আশায়। কিন্তু ভাগ্য বিরূপ সেরাতে। কিছু তো জুটলই না বরং ফ্রী কিছু বকা ঝকা খেয়ে ফিরতে হল। তার পাশেই দাঁড়িয়ে ছিল মনটু,ও বেচারার মায়াকাড়া দৃষ্টিও গলাতে পারল না হোটেলওয়ালাদের মন। দুদিন কিছু খায়নি, সিটি কর্পোরেশনের পানি ছাড়া। বাতাসে ময়লা উড়ে এসে পড়ল রতনের চোখে, রতনের চোখ দিয়ে পানি গড়াচ্ছিল। কে জানে ময়লায় না ক্ষুধায়?

এমন সময় রতন টের পেল কেউ তার হাত স্পর্শ করেছে,তাকিয়ে দেখে মনটু। কি আকুতিই না ঝরছিল ওর চোখ থেকে। চোখের দিকে তাকিয়ে রতন বুঝতে পারে কোনটা ক্ষুধার দৃষ্টি,আর কোনটা মায়ার। কারণ এইদুএর সন্ধানেই তো তার সারা জীবনের দর্শন রচিত। মনটুর চোখে খুধা আর মায়া দুটাই ছিল। রতন আনমনে বলল,
”তুই তো বিপদে ফালায় দিলি।আমি নিজেই তো খাইতে পাইনা। তোর খুধা লাগছে,না?’’
মনটু মাথা নাড়ে,তার আসলেই প্রচণ্ড ক্ষুধা লেগেছে।
রতনের পকেটে সন্ধ্যায় প্রেমিক যুগলকে বিরক্ত করে পাওয়া কিছু টাকা ছিল। অনেক খুঁজে পেতে দুজন একটা দোকান খুঁজে বের করে পাউরুটি আর চা কিনল। তারপর দুজনে ভাগাভাগি করে খেয়ে নিল। একাকী বন্ধু ভালবাসাহীন জীবনে এই প্রাণের বন্ধুকে রতন সাদরেই গ্রহন করে। সেই থেকে দুজন একসাথে থাকে,খায়,রাতে রাস্তায় ঘুমায়। দুজনের জীবনের কত স্বপ্ন,আশা তারা জেনেছে,বুঝেছে। কিন্তু উপায় ছিল না স্বপ্ন পূরণের।
কাছাকাছি থাকা দুটি প্রাণীর দুঃখ ভ্রমণে একটা নিবিড় বন্ধন হয়েছে,কষ্ট যাত্রায় পরম মায়া জন্মেছে পরস্পরের প্রতি। এই নিবিড় কষ্টের কাহনেই দুটি আত্মা একাত্ম হয়েছে,পরিছয় ডোরে বাঁধা পড়েছে তারা। দুজনের কারোই কোন আশ্রয় ছিল না,কিন্তু দুজনেই ছিল একে অপরের ঠিকানা। ঠিক যেন হরিহর আত্মা। একেই তো বলে বন্ধুত্ব।
রাতটা কেটে যেতেই আড়মোড়া ভাঙল রতন। মনটু পাশেই বসে আছে। গত রাতের শীতটা অসহ্য ছিল খুব। মনটু টার কাল শীতে খুব কষ্ট হয়েছে,কিন্তু ও তো আর একথা মুখ ফুটে বলবে না রতনকে। তারপরও বোঝে রতন-ছোট্ট মনটুর দিকে তার কড়া নজর। মনটুও কম যায় না,কত দিন এমন গেছে রতন তীব্র জ্বরে হাঁটতে পারছে না,তখন ঐ ছোট্ট মনটুই তো তার মুখে খুঁজে পেতে খাবার এনে তুলে দিয়েছে। আজ রাত আসবার আগেই কাঁথা-কম্বল কিছু একটা না হলেই না,তাই খাবারের সাথে তারও সন্ধান করতে হবে আজ। দীর্ঘ ক্লান্তিকর আরও একটা দিন শুরু হতে যাচ্ছে ভেবে দীর্ঘশ্বাস ফেলল সে।

অনেকগুলো রাস্তা,ডাস্টবিন, আবর্জনা ঘেঁটে শেষে ক্লান্ত হয়ে দুজন বসে পড়ল। আজ তেমন কোন কিছু পায়নি ওরা। শুধু এক প্যাকেট ময়দা আর বাসি একটা আধখাওয়া রুটি ছাড়া,তাই খেয়ে নিতে দুজন ফুটপাথে বসেছে। খাওয়া শেষে দুজনের মহামূল্য গুপ্তধনের ঝুলি খুলে বসল ওরা। এই ঝুলিতে আছে মনটুর খুঁজে পাওয়া বারবি পুতুলের হাত সহ ছেঁড়া বডি। প্লাস্টিকের লাল বল। দুটাই তার অতি প্রিয়,মাঝে মাঝেই খেলে সে। আর রতনের আছে ছেঁড়া বর্ণমালার বই,স্কুলগামী শিশুদের ছবিওয়ালা খবরের কাগজের ছেঁড়া টুকরো এসব। ও জানে এগুলো শুধু সবপ্ন,জা পূরণ হবার না;তারপরও মাঝে মাঝে বের করে দ্যাখে ও।
মানুষ তো অসম্ভব স্বপ্ন দেখতেই ভালবাসে- অসম্ভব সবপ্নই তো একদিন মানুষকে উড়তে শিখিয়েছে। চাঁদে,মঙ্গলে পা রাখার সৌভাগ্য দিয়েছে। হয়ত মানুষকে স্বপ্ন দেখাবার সেই সহজাত প্রবৃত্তিই রতনকে ভাবায়।
কিন্তু বাস্তবতা এটাই যে ওদের নিয়ে মাঝে মাঝে সভা সমাবেশ হবে সুশীল সমাজের;মোপাসাঁ-ভিঞ্চি’রা ছবি আঁকবে,রচিত হবে দুঃখের মহাকাব্য। কিন্তু ওদের দুঃখ ঘোচাতে কেউ এগিয়ে আসবে না,বরং দূর দূর করে তাড়িয়ে ফিরবে সবাই। এটাই সমাজের নিয়ম। তাই ওরাও মেনে নিয়েছে সবকিছু।
খেলতে খেলতে মনটু বেশ দূরে চলে গিয়েছিল,সেদিকে তাকিয়ে আছে রতন। সে দৃষ্টিতে আশা নেই, স্বপ্ন নেই,শুধু আছে একরাশ গভীর শূন্যতা।
ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া ময়দার প্যাকেট খুলল রতন, রুটিটা এত ছোট ছিল যে পেট ভরেনি অর-তাই এই ময়দাই খেয়ে নেবে ভাবল ও। পূর্ব অভিজ্ঞতা থেকে ও জানে একটু লবন আর পানি দিয়ে মথে নিলে আটার দলাটা অমৃত মনে হবে।
হঠাৎ বজ্র মুঠিতে চুলগুলো টেনে ধরল কেউ, উপর্যুপরি শক্ত চড়ে গালদুটি লাল হয়ে গেল।সাথে বুট পরা পায়ের লাথি। কুঁকড়ে যাওয়া রতনের ক্লিষ্ট নোংরা মুখের দিকে তাকিয়ে ইনস্পেক্টর হাবিব বলে উঠলঃ-
“সার দেখলেন হারামির বাচ্চা ভাত পায় না,কিন্তু এততুকু বয়সে আবার হেরোইন ধরছে।”


পরিশিষ্ট
শামা লাফিয়ে উঠলো,
“এই দোস্ত দ্যাখ জোশ একটা ছবি পাইছি। বন্ধু দিবসের চরম ছবি হবে। এই ছবি পাইলে এডিটর তো আমারে এ্যাওয়ার্ড দিবে রে!”
ছবিটা পরদিন ‘কালের ডাকাডাকি’ পত্রিকায় অর্ধ পাতা জুড়ে ‘বেওয়ারিশ দুই বন্ধু’ শিরোনামে ছাপা হল। মানবতাবাদী ফটোগ্রাফার শামার নামে চতুর্দিকে ধন্য ধন্য পরে গেল।
ছবিটা ছিল একটা খোঁড়া ছেলে আর একটা খোঁড়া কুকুর কুণ্ডলী পাকিয়ে জড়াজড়ি করে শুয়ে আছে। ছেলেটার মলিন মুখে রক্ত ছোপ ছোপ লেগে আছে,কিন্তু ঠোঁটের কোণে এক টুকরো হাসি। যেন পরম বন্ধু পেয়ে চির সুখি সে ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জায়েদ রশীদ অসাধারণ! অবিশ্বাস্য! আপনার ক্ষুদ্র ঝাঁপি দেখছি অমূল্য রত্নে ঠাঁসা! তা... নতুন লেখা পাইনা কেন?
রুহুল আমিন বিবেকহীনদের যদি আপনার গল্পটি বোঝার বিবেকটুকুও থাকত তবে জীবটা কত সুন্দর হত।ধন্যবাদ আপনাকে। অনেক অনেক অনেক
M.A.HALIM কি বন্ধু ফাতেমা, কোন লিখা পড়তে পারছি না কেন? শরীর ভালো আছেত?
ভালো লাগেনি ৮ সেপ্টেম্বর, ২০১১
রায়হান চৌধুরী খুব সুন্দর গল্প পড়ে মজা পেলাম।
ফাতেমা প্রমি যাদের ভালো লাগেনি-তাদের কাছে স্যরি। আর যাদের এই সামান্য তুচ্ছ লেখা ভালবাসার যোগ্য মনে হল- তাদেরকে অনেক শ্রদ্ধা; আল্লাহ্‌ আপনাদেরকে উত্তম প্রতিদান দিন।। সবাইকেই সময় করে আলাদা উত্তর দেব-দুএকজনের অভিযোগের প্রেক্ষিতে বলতে বাধ্য হচ্ছি, আমি কিন্তু দাবি করিনি আমি জয়ী বা আমার লেখা সবচেয়ে ভালো হয়েছে। আমার লেখার মান সম্পর্কে আমার ধারণা আছে,তাই "এটা এবারের/এসময়ের" শ্রেষ্ঠ লেখা এরকম অযৌক্তিক কথা আমি কখনো করি না-মানি না।। অভিযোগকারীদেরকে বলব, আসলে এটা পাঠক ভোটে নির্বাচন কিনা,তাই হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে-এটা আমাকে কষ্ট দেয়নি। তবে এটাও সত্যি যে,যারা ভালো বলেছেন-আমাদের মন্তব্য তাদেরকে যেন আঘাত না করে,এটাও ভাবা উচিত।।
ফাতেমা প্রমি breaking news ....(হি হি হি ) আমি বেঁচে-বর্তে আছি!!!! অনেক অনেক ভালোবাসা আর শুভকামনায় যারা সিক্ত করেছেন তাদেরকে শুভকামনা জানানোর ভাষা আমার কাছে কোনটাই মনঃপুত হচ্ছে না।।আপনাদের কাছে আমি কৃতজ্ঞ--আমাদের প্রিয় গল্পকবিতায় যে সময় না দিলেও জয়ী হওয়া অসম্ভব না-তা আপনারা প্রমাণ করে ছেড়েছেন। ভয়াবহ অসুস্থতা,ফাইনাল পরীক্ষা,অশেষ কল্যাণের রামাদান সব মিলে আপনাদেরকে সময় দেয়া হয়নি। কবে নিয়মিত হতে পারব সেটাও জানিনা-ক্ষমা নিশ্চয়ই চাইতেই পারি??
niazniaz কুন্ডলী পাকিয়ে জড়াজড়ি করে ঘুমানো সম্ভব না. আর আশ্বিনের সময়ে যথেষ্ট গরম থাকে শীত নয়. কার্তিক এর পরে উত্তরে হওয়া আসতে শুরু করে. এরকম কিছু ভুল আসে. গল্প বা কবিতা যায়ী লিখনা কেন, একটা তীক্ষ্ণ বোধ থাকা জরুরী. তীক্ষ্ণ চোখ থাকতে হবে. তা না হলে জীবনে কিছু আসবে সব আসবে না, জাতীর বর্তমানে সব আছে এমন লোক দরকার.
বিন আরফান. মন বলছে তুমি অসুস্থ. নচেত এমন হবার কথা নয়. আমি তোমার সুস্থ্যতা কামনা করছি.
md.mustafa kamal এত সব প্রিয় মানুষ রা অভিননন্দন জানালো অথচ উনি উদাও .......ভাই আরফান ...আপনার মূল্যায়ন আপনি করলেন.অনেক গুলু গল্প পরে করলে ভালহত
বিন আরফান. আপনার দৃষ্টি কোন থেকে আপনি বলুন @ md.mustafa kamal ভাই , আমার মতে ১ ম হবার মত .

০৮ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪