আমি তো আছি

পার্থিব (জুন ২০১৭)

সবর্না চ্যাটার্জ্জী
কখনো পদ্মপাতায় খেয়েছ গরম ভাত?
সাথে মাটির খুরিতে দুধসাদা ঝরনার জল,
নুন, তেল ,কাচালংকা দিয়ে
চড়ুইভাতি করেছো কখনও মনে মনে ?
শুকনো পাথুরে জঙ্গলে,আগুনে হাত সেকেছো
তোমাতে তোমাতে?
আমি আছি তো,ভয় কি তবে
আগে যখন হয়নি,এবার হবে !

রোজ তো খাও শুকনো মুড়ি,আর ভাজা বাদাম;
ঠোঙাতে কখনও ঢেলে দেখেছো কি একটু আচার মাখানো আম?
স্বাদটা বদলে যাবে।
চিনি ছাড়া লিকার চা এ চুমুক দিয়ে দেখোই না
একঘেয়েমী কেটে যাবে।
ভরসা নেই ?
আমি আছি ত,চাইলে চোখে নেশার ছোবল পাবে।

আর্দির সাদা রুমালে শুকনো চিড়ে বেঁধে
চলোনা বেড়িয়ে পড়ি,ব্যাস্ততার ফাঁকে
সাতটা পাহাড় ঘুড়ে কোনো এক পাইন বনের বাঁকে;
মাঝে বয়ে যায় শিরশিরে ঝর্ন,থির থির।
পাতার কোচোরে চিড়ে ভেজে ঠান্ডা জলে
আর আমরা ?
পাথুরে ঝর্নার নীচে হাত ধরে একটানে জড়িয়ে ধর আময়
হাতে হাতে ভালোবাসা,জল মাখে গায়ে
ঝর্নার রঙে হোলি খেলে , সুর তোলে,পাখা ,মেলে
দুজনেতে যেন বসন্তের পাখি
এখনও অনেক না দেখা স্বপ্ন নিয়ে খেলা বাকী
ছন্নছাড়া ভালোবাসাটা যত্ন করে রেখো
আমি আছি ত,গুছিয়ে নেবো, শুধু---পাশেতে থেকো।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জাফর পাঠাণ পড়ে গেলাম । শুভাশীর্বাদ +ভোট ।
তারিফুল ইসলাম খুবই চমৎকার উপমা,ভোট দিলাম,আমার পাতায় আমন্ত্রণ
জয় শর্মা (আকিঞ্চন) আমি আছি ত,গুছিয়ে নেবো, শুধু---পাশেতে থেকো। সুন্দর সাজানো কাব্য, মুগ্ধতা রেখে গেলাম। আমার পাতায় আমন্ত্রণ।
রুহুল আমীন রাজু কখনো পদ্মপাতায় খেয়েছ গরম ভাত? সাথে মাটির খুরিতে দুধসাদা ঝরনার জল, নুন, তেল ,কাচালংকা দিয়ে চড়ুইভাতি করেছো কখনও মনে মনে ? শুকনো পাথুরে জঙ্গলে,আগুনে হাত সেকেছো তোমাতে তোমাতে? আমি আছি তো,ভয় কি তবে আগে যখন হয়নি,এবার হবে ! ... এক কথায় অনেক সুন্দর একটি কবিতা পড়লাম । ( আমার পাতায় আমন্ত্রণ রইলো )
ইমরানুল হক বেলাল চমৎকার অনুভূতির প্রকাশ ! ভয় নেই, কেউ আপনার পাশে থাকুক না বা না থাকুক বন্ধু হিসেবে আপনার পাশে আমি আছি। ভোট এবং মুগ্ধতা রেখে গেলাম । আমার পাতায় আমন্ত্রণ ।
মোঃ নুরেআলম সিদ্দিকী পাশেতে থাকার এমন করুণ কাহিনী অব্যাহত থাকুক, দোয়া করে যায় সব সময়। চমৎকার হল। ভোট রেখে গেলাম। অনেক অনেক শুভকামনা ও আমার পাতায় আমন্ত্রণ রইলো......

২৫ ফেব্রুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪